Advertisement
Advertisement

Breaking News

Belur Math

করোনা অতিমারীর জন্য এবারও পুজোয় ভক্তদের জন্য বন্ধ বেলুড় মঠ

এছাড়া মহালয়া এবং ছটপুজোতেও বেলুড় মঠে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকছে৷

Belur Math will be closed for devotees in this year Durga Puja | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:September 15, 2021 9:02 pm
  • Updated:September 15, 2021 9:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই দুর্গাপুজো (Durga Puja 2021)। গতবারের মতো এবছরও পুজোর বন্ধ থাকছে বেলুড় মঠ (Belur Math)৷ করোনা অতিমারীর কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ৷ তবে ভক্ত এবং দর্শনার্থীদের জন্য মঠের দরজা বন্ধ থাকলেও প্রতি বছরের মতো দুর্গাপুজো আয়োজিত হবে বেলুড় মঠে৷ অষ্টমীতে হবে কুমারী পুজোও৷ আর পুরোটাই ভারচুয়ালি দেখতে পারবেন দর্শনার্থীরা৷

আগামী ৯ অক্টোবর, চতুর্থীর দিন থেকেই বেলুড় মঠে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ হচ্ছে৷ ১৬ অক্টোবর, একাদশীর দিন পর্যন্ত মঠে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা৷ এছাড়া মহালয়া এবং ছট পুজোতেও বেলুড় মঠে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকছে৷ সম্ভবত কালী পুজোতেও বেলুড় মঠে দর্শনার্থীদের প্রবেশ বন্ধই থাকবে৷ করোনা অতিমারির কথা মাথায় রেখে গত বছরও একই সিদ্ধান্ত নিয়েছিল বেলুড় মঠ কর্তৃপক্ষ৷ তবে দুর্গাপুজোয় অষ্টমীর দিন বেলুড় মঠে নিয়ম মেনেই কুমারী পুজো হবে। ভক্ত এবং দর্শনার্থীদের কাছে যা খুবই বড় আকর্ষণের বিষয়৷ কুমারী পুজো দেখতে দূর দূরান্ত থেকে ভিড়ও করেন অনেক দর্শনার্থী৷ কিন্তু করোনা আবহে সেই ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত নিল বেলুড় মঠ কর্তৃপক্ষ৷

Advertisement

[আরও পড়ুন: আপনার জীবনে কখন আসবে ভাল সময়, শ্রীকৃষ্ণের এই ৭টি সংকেতেই মেলে উত্তর]

বেলুড় মঠে দর্শনার্থীদের প্রবেশের সময়সীমাতেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে৷ আগামী ২২ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত মঠে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা৷ বিকেলে ৪টে থেকে ৫.১৫ মিনিট পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা থাকবে বেলুড় মঠের গেট৷ আবার ১ অক্টোবর থেকে সকালে মঠে প্রবেশের সময়সীমা একই থাকলেও বিকেলে সাড়ে তিনটে থেকে খুলে যাবে মঠের গেট৷ বিকেল পাঁচটা পর্যন্ত বেলুড় মঠ দর্শন করা যাবে৷

এর পাশাপাশি বেলুড় মঠে প্রবেশ করতে গেলে মূল গেটে করোনার টিকার দু’টি ডোজ নেওয়ার সার্টিফিকেটও দেখাতে হবে৷ না হলে সর্বোচ্চ ৭২ ঘণ্টা আগে করানো করোনা পরীক্ষার আরটি- পিসিআর নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে দর্শনার্থীদের৷

[আরও পড়ুন: গণেশ বন্দনা বৌদ্ধ সন্ন্যাসিনীর! সুরেলা কণ্ঠের মাধুর্যে মুগ্ধ সংগীতপ্রেমীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement