Advertisement
Advertisement
Ram Navami

রামনবমীতে বিপুল পুণ্যদায়ক ৫ শুভ যোগের মহাসংযোগ, জানুন বিশদে

জেনে নিন পুজোর শুভ মুহূর্ত।

5 auspicious yogas on Ram Navami 2023। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:March 28, 2023 4:12 pm
  • Updated:March 28, 2023 4:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্লপক্ষের নবমী তিথি অর্থাৎ আগামী ৩০ মার্চ, বৃহস্পতিবার রামনবমী (Ram Navami 2023)। নিষ্ঠাভরে এই দিন ভগবান রামের উপাসনা করলে বহু মনোষ্কামনা পূর্ণ হয় বলেই মনে করা হয়। উদ্ধার মেলে সংকট থেকে। এমনটাই বিশ্বাস। মেলে শান্তি, সমৃদ্ধি ও সাফল্য। এবারের রামনবমী অবশ্য আরও একদিক থেকেও বিশেষ। এই দিনই পাঁচটি শুভ যোগের মহাসংযোগ লক্ষ করা যাবে।

কী এই পাঁচ যোগ?

Advertisement

এই পাঁচটি যোগ হল মহাপুরুষ যোগ, বুধাদিত্য যোগ, গুরু আদিত্য যোগ, কেদার যোগ ও গজকেশরী যোগ। এদের মহাসংযোগই এবারের রামনবমীকে আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

[আরও পড়ুন: Ram Navami 2023: সংসারে শান্তি আনতে রামনবমীর দিন কী করণীয়, কী করবেন না]

জেনে নিন পুজোর শুভ মুহূর্ত

রামনবমীর দিন রামের জন্মোৎসব পালন করার পাশাপাশি ধ্বজা পরিবর্তনও করা হয়। এর জন্য অমৃত মুহূর্ত সকাল ৫টা ৫৫ মিনিট থেকে ৭টা ২৬ মিনিট পর্যন্ত। শুভ যোগ মুহূর্ত সকাল ৮টা ৫৬ থেকে ১০টা ২৭। অভিজিৎ মুহূর্ত সকাল ১১টা ৩৩ থেকে ১২টা ২১। চর যোগ দুপুর ১টা ২৮ থেকে ২টো ৫৮ মিনিট পর্যন্ত। অন্যদিকে লাভ-অমৃত মুহূর্ত দুপুর ২টো ৫৮ থেকে বিকেল ৫টা ৫৭ মিনিট পর্যন্ত।

[আরও পড়ুন: বাড়ল প্যান-আধার সংযুক্তিকরণের সময়সীমা, নয়া ডেডলাইন জানাল কেন্দ্র]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement