সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তর্বাস যদি ঠিকঠাক না হয়, তাহলে পুরুষাঙ্গে যে সমস্য়া বাড়ে, তা অনেকেই জানেন। কিন্তু জানেন কি? ভুল অন্তর্বাস পরলে বা ভুলভাবে পরলে আপনার যৌনজীবনের ক্ষতি হতে পারে! হ্যাঁ, একদমই ঠিক পড়েছেন। সম্প্রতি মার্কিন বিশ্ববিদ্যালয়ে পুরুষদের যৌনজীবন এবং অন্তর্বাসের ব্যবহার নিয়ে একটি সমীক্ষা হয়েছে। এই সমীক্ষায় পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ৬০ শতাংশ পুরুষ, ভুল অন্তর্বাস পরার কারণে নানান যৌনতা সংক্রান্ত সমস্যায় ভুগছেন। সেই কারণেই বিশেষজ্ঞরা এবার টিপস দিলেন কীভাবে বাছবেন আপনার অন্তর্বাস।
মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ইন্সটিটিউট ফর হেলথ অ্যান্ড ক্লিনিক্যাল এক্সেলেন্স’ একটি লাইফস্টাইল সমীক্ষা থেকে বেশ কিছু পরামর্শ জানিয়েছে। জেনে নিন, কী কী নিয়ম মানবেন।
১) অন্তর্বাস হতে হবে পরিষ্কার, সুতির এবং ঢিলেঢালা।
২) হালকা রংয়ের অন্তর্বাস ব্যবহার করা ভাল, যাতে ময়লা হলে সহজেই বোঝা যায়।
৩) অন্তর্বাস অবশ্যই প্রতিদিন বদলানো দরকার। বিশেষত যাঁরা বেশি ঘামেন বা বেশি সময় বাইরে কাটান।
৪) অপরিষ্কার অন্তর্বাস থেকে উরুসন্ধি, পুরুষাঙ্গ এবং অন্ডকোষে দুর্গন্ধ, ঘা, এমনকী ইনফেকশনও হতে পারে।
৫) আঁটোসাটো অন্তর্বাস ব্যবহার করা উচিত নয়। বিশেষ করে বয়সন্ধির সময়ে। কারণ, এই সময়ে পুরুষাঙ্গের বিকাশ ঘটে।
৬) পলিয়েস্টার বা সিনথেটিক উপাদানে তৈরি অন্তর্বাস পরলে পুরুষত্বহীনতাও ঘটতে পারে।
৭) রাতে ঘুমের সময়ে কখনও অন্তর্বাস একেবারেই পরা উচিত নয়। এতে শুক্রাণু উৎপাদন ব্যাহত হয়।
৮) অন্তর্বাস নিয়ে সব থেকে বেশি সতর্ক থাকা উচিত কিশোর ও তরুণদের।
৯) সপ্তাহে অন্তত দুবার অন্তর্বাস বদলে ফেলুন। এমন কোনও অন্তর্বাস ব্যবহার করবেন না, যেখানে আপনার কোমর এবং পুরুষাঙ্গ অত্য়াধিক চাপ অনুভব করবে।
১০) অন্তর্বাস পরার আগে প্রয়োজনে অল্প পরিমাণ পাউডার ছড়িয়ে দিন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.