Advertisement
Advertisement
Negative Energy

প্রিয়জনকে ঘিরে রেখেছে নেতিবাচক শক্তি? জেনে নিন বোঝার কৌশল

বিশেষজ্ঞরা বলছেন, নেতিবাচক শক্তি অনুভব করা যায়।

Six signs that your family member affected by negative energy
Published by: Sayani Sen
  • Posted:March 19, 2025 10:15 pm
  • Updated:March 19, 2025 10:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যা চোখে দেখা যায় না, তা বিশ্বাস করতে চান না অনেকেই। তাই নেতিবাচক শক্তি নিয়েও ভাবতে চান না কেউ কেউ। তাঁদের যুক্তি, নেতিবাচক শক্তি খোলা চোখে ধরা পড়ে না। তবে বিশেষজ্ঞরা বলছেন, নেতিবাচক শক্তি অনুভব করা যায়। শুধু তাই নয়, তা মানসিক ও শারীরিক ক্ষেত্রে নানা কুপ্রভাব ফেলে। আপনার প্রিয়জনের চারপাশে নেতিবাচক শক্তি চক্রব্যূহ তৈরি করে রেখেছে কিনা, বুঝবেন কীভাবে?

১. রাতে জেগে রয়েছেন? কিংবা ঘুমোতে ঘুমোতে বারবার উঠে পড়ছেন? দুঃস্বপ্ন দেখছেন? এরকম সমস্যা হলে বুঝে নিতে হবে আপনার প্রিয়জনের পাশে নেতিবাচক শক্তি বেশ শক্তপোক্ত বৃত্ত তৈরি করেছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব নেতিবাচক শক্তির ছায়া থেকে প্রিয়জনকে মুক্ত করার চেষ্টা করুন নইলে হতে পারে বিপদ। দীর্ঘদিন নেতিবাচক শক্তির বাতাবরণে থাকলে তাঁর মানসিক এবং শারীরিক ক্ষতি হতে পারে।

Advertisement

২. আপনার প্রিয়জন কী কোনও কাজেই এনার্জি পাচ্ছেন না? দিনরাত অবসাদে ভুগছেন? তাহলে বুঝতে হবে তাঁর চারপাশে নেতিবাচক শক্তির প্রভাব অনেকটাই। আর সে কারণে কোনও কাজেই যেন গতি পাচ্ছেন না তিনি।

৩. যাঁরা কোনও কাজে সঠিকভাবে কোনও কাজে মনোনিবেশ করতে পারেন না, যাঁদের মানসিক পরিস্থিতি বিনা কারণে মাঝেমধ্যেই বদলে যায়, তাঁদের উপর নেতিবাচক শক্তির প্রভাব অনেক বেশি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সে কারণেই তাঁদের মনমেজাজ প্রায়শই খারাপই থাকে।

৪. নেতিবাচক প্রভাব যাঁদের উপর অনেক বেশি তাঁরা অতিরিক্ত উদ্বিগ্ন হন। সবকিছুতেই বেশি দুশ্চিন্তা করেন। তাই সঠিক ভাবনাচিন্তা করতে পারেন না।

৫. আপনার প্রিয়জন কি প্রায় সবেতেই ব্যর্থ? কোনও কাজই সঠিকভাবে শেষ করতে পারছেন না? তবে তাঁর চারপাশে নেতিবাচক শক্তি বেশ আধিপত্য বিস্তার করেছে, তা ধরে নেওয়া যেতেই পারে।

৬. নেতিবাচক ভাবনা কি আপনার প্রিয়জনের মাথায় গিজগিজ করছে? সবসময় তিনি ভাবছেন খারাপ কিছুই হবে? উত্তর ‘হ্যাঁ’ হলে আজই বুঝে নিন আপনার প্রিয়জনের চারপাশে নেতিবাচক শক্তি ঘুরপাক খাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement