Advertisement
Advertisement
Home Date Night

বাইরে যা গরম! বাড়িতেই জমে উঠুক প্রেম, রইল রোম্যান্টিক টিপস

চার দেওয়ালের অন্দরেই ভালোবাসাকে দিন আশকারা।

Romantic ideas for Home Date Night
Published by: Suparna Majumder
  • Posted:April 20, 2024 4:21 pm
  • Updated:May 3, 2024 5:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈশাখের গরমে ত্রাহি ত্রাহি রব। দক্ষিণবঙ্গের সাত জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। এমন সময় বাইরে একদম বাইরে বেরোবেন না। তার চেয়ে বরং বাড়িতেই জমে উঠুক প্রেম। ঠিক কাঁচা-মিঠে আমের মতো আপনার জীবন ভরে যাক ভালোবাসায়। কীভাবে? রইল টিপস।

Sexy-Bedroom-2

Advertisement

ডেট নাইটে অনেকেই সিনেমা দেখতে পছন্দ করেন। সিনেমা দেখতে যে সবসময় সিনেমা হলে যেতে হবে এমন তো কোনও কথা নেই। লাইট নিভিয়ে বাড়িটাকেই সিনেমা হল বানিয়ে নিতে পারেন। নেটফ্লিক্স, আমাজন প্রাইম কিংবা ডিজনি প্লাস হটস্টারের সঙ্গে পপকর্ন, পিঁয়াজি যা খুশি নিয়ে নিতে পারেন। আবার বাইরে থেকেও খাবার আনিয়েও নিতে পারেন। সুইগি, জোমাটো তো আছেই। খরচ কম, আনন্দ বেশি।

Date-Night-1

বাড়িতে টুনি লাইট নিশ্চয়ই আছে? যদি থাকে। তাহলে তো সোনায় সোহাগা। পাতলা একটা হালকা রঙের চাদর লাগবে। তা নিয়ে টেন্ট তৈরি করুন। টেন্টের চারপাশটা টুনি আলোয় সাজিয়ে দিন। ব্যস! এবার ওয়াইন, ডাইন আর ফাইন রোম্যান্স। শেষপাতে আইসক্রিমের হিমেল পরশও থাকতে পারে।

Bedroom-Romance-1

[আরও পড়ুন: সম্মোহনের শক্তি নিয়ে আসছে ‘নয়ন রহস্য’, ফেলুদার যত কাণ্ড গরমের ছুটিতে, দেখুন ট্রেলার ]

ভালো সময় কাটাতে ইন্ডোর গেমসের জুড়ি মেলা ভার। মনোপলি, দাবা, লুডো, স্পিন দ্য বটল, বোর্ড গেমস, ডার্ট—এমন কত খেলাই না রয়েছে যা দিব্যি অন্দরমহলে খেলা যায়। বেশি ঘামও ঝরাতে হবে না। শুধু একটা ঠান্ডা পানীয় নিয়ে বসে পড়ুন। এমন খেলায় কিন্তু বোঝাপড়া বাড়ে। আবার প্রেমে শিশুসুলভ সারল্যও আসে।

Couple-Indoor-Game

গোটা একটা দিন বাড়িতে। কোথাও যাওয়ার নেই। এমন সুযোগ কিন্তু সচরাচর আসে না। চুটিয়ে উপভোগ করুন। সুন্দর পর্দা দিয়ে ঘর সাজান। যাতে বাইরের রোদ ভিতরে সরাসরি প্রবেশ করতে না পারে। এবার সুগন্ধ ছড়িয়ে দিন বেডরুমে। তাতেই মন হবে শান্ত, প্রেম পাবে প্রশ্রয়। চাইলে একসঙ্গে ‘বাবল বাথ’ও নিতে পারেন।

Bubble-Bath

[আরও পড়ুন: ‘আমি হাসলেও মিম!’, টক দই ‘টনিক’ নিয়ে এবার নেটপাড়ার চটুল ঠাট্টায় চটলেন রচনা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement