Advertisement
Advertisement

Breaking News

Relationship News

হয়নি যৌনমিলন, শুধু মুখমেহনেই অন্তঃসত্ত্বা নাবালিকা! কীভাবে সম্ভব?

বিরল হলেও এভাবে অন্তঃসত্ত্বা হওয়া একেবারে অস্বাভাবিক নয় বলেই মত চিকিৎসকদের।

Relationship News: 15 year old girl gets pregnant without vaginal opening
Published by: Sayani Sen
  • Posted:March 2, 2025 8:48 pm
  • Updated:March 2, 2025 8:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কারও সঙ্গে শারীরিক সম্পর্ক হয়নি। তা সত্ত্বেও অন্তঃসত্ত্বা ১৫ বছরের নাবালিকা। যৌনমিলন ছাড়া অন্তঃসত্ত্বা হওয়া সত্যি কী সম্ভব? ‘অলৌকিক’ এই ঘটনার কারণ ব্যাখ্যা করলেন চিকিৎসক।

Advertisement

ঘটনাটি ১৯৮৮ সালের। দক্ষিণ আফ্রিকার লেসোথোর বাসিন্দা সেই সময় ১৫ বছর বয়সি নাবালিকা। আচমকা তীব্র পেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসকরা প্রথমে কারণ খুঁজে পাচ্ছিলেন না। শুরু হয় নানা পরীক্ষা নিরীক্ষা। দেখা যায়, তার জরায়ু সংকুচিত হচ্ছে। সদ্যোজাতর মাথা জন্মনালির একেবারে কাছে। তবে তার যোনিপথ খুঁজে পাওয়া যায়নি। চিকিৎসা পরিভাষায় নাবালিকার এই শারীরিক পরিস্থিতি ‘ডিস্টাল ভ্যাজাইনাল অ্যাট্রেসিয়া’ নামে পরিচিত।

কীভাবে অন্তঃসত্ত্বা হল নাবালিকা, তা খতিয়ে দেখতে গিয়ে তার জীবনের একটি ঘটনার কথা জানতে পারেন চিকিৎসক। আর তার মাধ্যমে আসল কারণ খুঁজে পান চিকিৎসকরা। নাবালিকা জানায়, পেটে যন্ত্রণা ৯ মাস আগে এক যুবকের সঙ্গে মুখমেহনে ব্যস্ত ছিল সে। সেই সময় তার প্রেমিক চলে আসে। নাবালিকাকে এভাবে দেখে মানতে পারেননি। প্রেমিকার পেটে ছুরি দিয়ে আঘাত করে বলেই অভিযোগ। চিকিৎসকদের মতে, মুখমেহনের সময় কোনওভাবে শুক্রাণু গিলে ফেলে নাবালিকা। যা পাচনতন্ত্রে প্রবেশ করে। সেই সময় নাবালিকা হয়তো অপুষ্টিতে ভুগছিল। পাচনতন্ত্র কম অ্যাসিডিক থাকায় শুক্রাণু বেঁচে ছিল। এরপর শুক্রাণু পৌঁছয় জরায়ুতে। তার ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নাবালিকা। বিরল হলেও এভাবে অন্তঃসত্ত্বা হওয়া একেবারে অস্বাভাবিক নয় বলেই মত চিকিৎসকদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement