Advertisement
Advertisement

Breaking News

HOLI

রঙের খেলায় ভালোবাসা হোক রঙিন, জানেন, চল্লিশেও প্রেমে পড়ার আদর্শ সময় দোলই!

ভয় না পেয়ে পছন্দের মানুষকে দিন না প্রেম প্রস্তাব।

Holi Is The Best Time To Splash Into LOVE Again

ফাইল ছবি

Published by: Monishankar Choudhury
  • Posted:March 13, 2025 6:37 pm
  • Updated:March 14, 2025 2:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোলি মানে আবেগ, স্মৃতি। প্রেমের বহিঃপ্রকাশ। আসলে পিচকারির রঙের মতোই ভালোবাসাও হতে পারে রঙিন। তবে এমন রঙিন মরশুমেও কি একাকী সময় কাটাচ্ছেন? কিংবা চল্লিশ পেরিয়ে যাওয়ায় নতুন কারও খোঁজে ইতি টেনেছেন? হীনমন্যতায় ভোগার কোনও কারণ নেই। এই হোলিই প্রেমে পড়ার কিন্তু আদর্শ সময়!

বয়স সংখ্যা মাত্র
ভালোবাসার সত্যিই কোনও বয়স হয় না। যে কোনও সময়ই জীবনে আগমন ঘটতে পারে ভালোবাসার মানুষের। ইদানীং নানা ওয়েব সিরিজেও দেখা যায় বেশি বয়সে প্রেমে পড়ছেন যুগল। নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে এগিয়ে নতুন সম্পর্কে জড়ানোয় তাদের প্রেমও হয় অটুট। সেই দিনটা হতেই পারে হোলির দিন। দোল খেলতে গিয়ে কিংবা হোলির কোনও অনুষ্ঠানে হয়তো এক অপরিচিত ব্যক্তি আপনাকে রাঙিয়ে দিয়ে গেল। কে বলতে পারে, তাকেই হয়তো এতকাল খুঁজেছিলেন।

Advertisement

হোলির দিনে বলে ফেলুন মনের কথা
এদিন রঙের খেলায় মেতে মন থাকে ফুরফুরে। তাই চল্লিশোর্ধ্ব কোনও ব্যক্তি যদি বিবাহবিচ্ছেদ বা একাকী জীবন কাটাচ্ছেন, তাহলে ইতস্তত বোধ করবেন না। সমাজ কী বলবে, কী ভাববে না ভেবে ভালোবাসার মানুষের কাছে নিজেকে উজাড় করে দিন এমন দিনে।

ভালোবাসার সঙ্গে থাক ভাং
হোলি মানেই ঠান্ডাই। আর সেই ঠান্ডাই মানেই একটু ভাং। এদিন কলেজে ফেলে আসা দিনের কথা মনে পড়ে নিজের অজান্তেই মন হেসে ওঠে। নস্ট্যালজিয়া কাজ করে। তখন বয়সকে তুড়ি মেরে তারুণ্য জেগে ওঠে প্রাণে।

পিচকারিতেই হোক প্রেমের প্রস্তাব
ভালোবাসার মানুষকে পিচকারিতে রং ভরে রাঙিয়ে তুলুন। তাকে লাল, নীল, হলুদ রঙে রাঙিয়ে দিয়ে মনের কথা প্রকাশ করতেই পারেন। জীবনে ভালোবাসাকে নতুন করে সুযোগ দিন। তাকে বুঝিয়ে দিন আপনার জীবনে তার গুরুত্বের কথা। হোক চল্লিশ তাতে কী? দিল তো বাচ্চা হ্যায় জি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement