সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সঙ্গীর সঙ্গে মন দেওয়া নেওয়ার পর আসে একে অপরের শরীরকে চেনার পালা। ধীরে ধীরে তৈরি হয় দুটি মানুষের শারীরিক সম্পর্ক। তা বলে একে অপরের মনের খেয়াল রাখবেন না, তা তো হতে পারে না। কিন্তু আপনার সঙ্গী কি অন্যরকম? যৌনতা ছাড়া আবেগের কোনও গুরুত্বই দেন না? জেনে নিন অতি কামুক সঙ্গীকে চেনার উপায়।
আপনার সঙ্গী কী পর্নে আসক্ত? দিনরাত নীলছবিতে বুঁদ হয়ে থাকেন? তবে আজই সাবধান হোন। আপনার সঙ্গীর অতিরিক্ত পর্ন আসক্তি দূর করার চেষ্টা করুন আজই।
মনের মানুষের সঙ্গে শরীরী খেলায় মাততে মন চায় সকলেরই। কিন্তু স্থান, কালের কথা মাথায় রাখতে হয়। আপনার সঙ্গী কি সেসব কিছুই ভাবেন না? যৌনতায় মেতে উঠতে চান সারাক্ষণ? সকলের সামনেই আপনার গোপনাঙ্গ স্পর্শ করার চেষ্টা করেন কিংবা চুম্বন করেন? তবে আপনার সঙ্গী যৌনতার প্রতি অতি আসক্ত, তা বুঝে নিন।
আপনার সঙ্গী কি বিছানায় পারফরম্যান্স নিয়ে অত্যন্ত চিন্তিত? বিছানায় নতুন নতুন ভঙ্গিমায় যৌনতায় মাততে চান? এই প্রশ্নের জবাব ‘হ্যাঁ’ হলে ধরে নেওয়াই ভাল আপনার সঙ্গী অতি কামুক।
যৌনতার প্রতি অত্যন্ত আসক্তরা এক নারীতে সন্তুষ্ট হন না। তাঁদের যেকোনও সময় যেকোনও মহিলার শরীরী আকর্ষণে বুঁদ হয়ে যেতে পারেন। কারণ, মানসিক টান নয়, যৌনতাই তাঁদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।
উপরোক্ত লক্ষণগুলি দেখতে পেলে সঙ্গীকে নিয়ে অবশ্যই মনোবিদের কাছে যান। সঠিক পরামর্শই আপনার সঙ্গীকে ফিরিয়ে দিতে পারে সুস্থ যৌনজীবন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.