সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকদিন ধরেই পাড়ায় আসা নতুন ছেলেকে চোখে চোখে রেখেছে সৌমিলি। এমনকী, নজর করেছে, কখন সে অফিস থেকে বাড়িতে আসার টাইমিং। নজরে রেখেছে, রবিবার সকাল সকাল জিমের পোশাকে বাড়ির ছাদেই ছেলেটির ফ্রিহ্যান্ড এক্সারসাইজ। চায়ের কাপ হাতে জানলার পাশে বসে সেই রবিবারের সাইট সিং ভীষণ প্রিয় তাঁর। কিন্তু সেই দৃশ্য দেখেই কী কেটে যাবে বছর! ছেলের নাম-ধাম-ঠিকানা জানতে হবে তো! তার উপর সামনে পুজো (Durga Puja 2024)। পাড়ার ক্রাশের সঙ্গে যদি পুজোতে আলাপ না সারা যায়, তাহলে তো জীবনই বৃথা। কে বলতে পারে, এই ক্রাশই হয়ে উঠবে তার প্রাণপুরুষ! কিন্তু আলাপ করবে কীভাবে, রয়েছে কিছু শর্টকাট? সৌমিলির মতো আপনারও যদি এমনই উড়ু উড়ু প্রেম হয়, তাহলে ঝটপট পড়ে ফেলুন এই টিপস।
১) প্রথমেই নজর রাখুন, আপনার অল্প অল্প ভালোলাগাটা সে জানে কিনা। বোঝার চেষ্টা করুন। আপনাকে গোপনে গোপনে সে দেখছে কিনা। এটির একটিও যদি না হয়, তাহলেই খেলা সাজান।
২) প্রথমেই রিসার্চ সেরে ফেলুন। আপনার ক্রাশের সঙ্গে পাড়ার কে, কে কথা বলছেন। বোঝার চেষ্টা করুন, ছেলেটির বন্ধু সার্কেল। তার পর বুঝে শুনে, আগে সেই সার্কেল থেকে কোনও বন্ধুকে পাকড়াও করুন। তাঁর থেকেই জেনে নিন ছেলেটির সম্পর্কে। তবে হ্যাঁ, ব্যাপারটা যেন গোপন থাকে।
৩) ব্যস, মোটামুটি আলাপের খসড়া তৈরি। এবার প্রথম কাজ হল, চান্স পে ডান্স। এ ব্যাপারে বেছে নিন পুজোর প্রস্তুতিকেই। প্রথমেই পাড়ার বান্ধবীরা একজোট হয়ে হানা দিন ছেলেটির বাড়িতে। তাঁর পরিবারকে জানিয়ে দিন এপাড়ার প্রথমবার পুজোতে তাঁরা। সেই কারণেই পুজোর নিয়মকানুন, খাওয়া-দাওয়ার খবর আগে থেকেই দিয়ে দিন। আর হ্যাঁ, ছুটির দিনই তাঁর বাড়িতে যান। তাঁকেও করুন স্পেশাল নিমন্ত্রণ।
৪) ব্যস, স্পেশাল নিমন্ত্রণেই আলাপের শুরু। এবার সোজা পুজোর মণ্ডপ। অষ্টমীর অঞ্জলিতে নিজেকে এমন করে সাজান, যাতে তাঁর চোখ আপনার দিকেই থাকে। তবে হ্যাঁ, যতই ক্রাশ খান না কেন, হাঁ করে ছেলেটির দিকে তাকিয়ে থাকবেন না। বরং, একটু এড়িয়ে চলুন। দেখবেন, এতেই আপনার দিকে তাঁর আকর্ষণ বাড়বে।
৫) পাড়ার মণ্ডপে বসে আড্ডা দেওয়ার ইঙ্গিত দিন। চেষ্টা করুন কথায় কথায়, কফি শপ কিংবা পাড়ার মোড়েই চায়ে কাপে আড্ডা জমাতে।
৬) এরপর টার্গেট হোক রেস্তরাঁ। সেখানেই না হয়, একান্তে সময় কাটিয়ে চোখে চোখে ইঙ্গিত দিন আপনার ভালোবাসার। কে জানে, হয়তে দিওয়ালিতে আপনার প্রেমের ফুলঝুরি ফুটে উঠবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.