Advertisement
Advertisement
Durga Puja 2021

Durga Puja 2021: মণ্ডপে ‘লক্ষ্মীর ভাণ্ডার’, মুখ্যমন্ত্রীর আদলে প্রতিমা! বড় চমক শহরের এই পুজোয়

এই ক্লাবের এবারের পুজোর থিম 'তুমিই ভরসা'।

Durga Puja 2021: Nazrul Park Unnayan Samiti's Durga will be inspired by Mamata Banerjee governments social development schemes। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 1, 2021 5:45 pm
  • Updated:September 8, 2021 10:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আদলে দুর্গা প্রতিমার (Durga Idol) দেখা মিলবে এবারের পুজোয়। বাগুইআটির (Baguiati) নজরুল পার্ক উন্নয়ন সমিতির পুজোর এবারের থিম ‘তুমিই ভরসা’। সেই থিমেরই অন্তর্গত এই বিশেষ প্রতিমা। ফাইবার গ্লাসের তৈরি মূর্তিটি অবশ্য পুজো করা হবে না। পুজোর জন্য তৈরি হচ্ছে আলাদা মূর্তি।

ঠিক কেমন হবে মমতারূপী দুর্গামূর্তিটি? সাদা শাড়ি পরিহিত মূর্তিটির দশ হাতে থাকবে মমতা সরকারের সবচেয়ে জনপ্রিয় ১০টি প্রকল্পের নাম। পায়ে থাকবে হাওয়াই চটি। প্রতিমার চালচিত্রে থাকবে ‘বিশ্ব বাংলা’ লোগো। মণ্ডপ গড়ে উঠবে নতুন সরকারি প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর আদলে। প্রতিমা নির্মাণের দায়িত্বে মৃৎশিল্পী মিন্টু পাল। থিম শিল্পী অভিজিৎ গন।

Advertisement
Durga
শুরু হয়ে গিয়েছে প্রতিমা নির্মাণের কাজ।

[আরও পড়ুন: WB By-election: পুজোর আগেই ভোট করাতে প্রস্তুত রাজ্য, কমিশনকে জানিয়ে দিলেন আধিকারিকরা]

‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এর সঙ্গে কথা বলার সময় পুজো কমিটির সদস্য উৎসব ঘোষ জানালেন, ”মণ্ডপকে সাজিয়ে তোলা হবে ৩০ ফুট দৈর্ঘ্যের অতিকায় লক্ষ্মীর ঘটের আকারে। এছাড়া কোভিড আবহের কথা খেয়ালে রেখে নেওয়া হচ্ছে আরেক পরিকল্পনা। সেখানেও রয়েছে মমতা সরকারের ‘চোখের আলোয়’ প্রকল্পের অনুপ্রেরণা। দর্শনার্থীরা মণ্ডপ ও প্রতিমা পরিদর্শনের জন্য এলে তাঁদের একটি অতিকায় চোখের মধ্যে দিয়ে তা দেখতে হবে।”

এবার ক্লাবের ৩৮তম বর্ষের পুজো। পুজোর আয়োজনের পরিকল্পনা করতে গিয়ে তাঁদের মাথায় আসে মমতা সরকারের ১০ বছর পূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রীর আদলে মূর্তি নির্মাণের কথা। রাজ্যের উন্নয়নমূলক একাধিক প্রকল্পকে সামনে রেখেই এগোয় পরিকল্পনা। ঠিক হয় নানা প্রকল্পকে ফুটিয়ে তোলা হবে মণ্ডপে।

[আরও পড়ুন: কমল নাথকে ‘কৃষ্ণ’ সাজিয়ে ভোট চাইছে কংগ্রেস, ‘কংস’ হলেন শিবরাজ! পোস্টার ঘিরে তুঙ্গে বিতর্ক]

কলকাতা-সহ রাজ্যের নানা প্রান্তেই প্রতি বছর দুর্গাপুজোয় দেখা যায় নানা থিমের ব্যবহার। কিন্তু সম্ভবত স্বয়ং মুখ্যমন্ত্রীর আদলে দুর্গামূর্তি এর আগে কখনও তৈরি হয়নি। সেই অভিনব আইডিয়াই সামনে রেখে এবারের পুজো পরিকল্পনা করেছেন পুজো কমিটির সভাপতি ইন্দ্রনাথ বাগুই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement