সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালিদের মন জয় করতে উঠে পড়ে লেগেছে বিজেপি (BJP)। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সল্টলেকের EZCC’র পুজো উদ্বোধন করেছেন বলেও খোঁচা দিয়েছেন বিরোধীরা। সেদিনের ভারচুয়াল সভায় পরনে খাদির পাঞ্জাবি থেকে বাংলা ভাষায় বক্তৃতা বারবার আলোচনায় উঠে এসেছে সেসব। আর বাংলায় বক্তৃতার পর এবার বাংলাতে টুইট করে মহাষ্টমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। যা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর গুঞ্জন।
বাংলা ভাষা এত মিষ্টি তাই এ ভাষায় কথা বলার লোভ সামলাতে পারেননি, ষষ্ঠীতে পুজো উদ্বোধনের বক্তৃতায় এমনই দাবি করেছিলেন তিনি। তারপর ঠিক একদিন কাটতে না কাটতেই এবার বাংলায় টুইট। দেশবাসীকে মহাষ্টমীর শুভেচ্ছা জানান তিনি। প্রত্যেকের সুখ শান্তি, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধিও কামনা করেন তিনি।
প্রধানমন্ত্রীর করা বাংলা ভাষায় টুইট নিয়ে চলছে জোর আলোচনা।
সকলকে জানাই মহাঅষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। মা দুর্গার আশীর্বাদে সমগ্র দেশবাসীর জীবন যেন সুখে শান্তিতে, স্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে এই কামনা করি
— Narendra Modi (@narendramodi) October 24, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.