Advertisement
Advertisement
Abasar Sarbojanin Durga Puja

দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশ নিষেধ, করোনা আবহে ভাবনায় বদল কলকাতার এই বারোয়ারির

অষ্টমীর অঞ্জলির ক্ষেত্রেও নিয়ম পরিবর্তনের ভাবনা।

Durga Puja News 2020: No one can visits pandal, decides Abasar Sarbojanin ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 13, 2020 12:48 pm
  • Updated:October 13, 2020 12:48 pm  

এবছর করোনা আবহেই পুজো। স্বাস্থ্যবিধি মেনে ক্লাবগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি৷ কলকাতার বাছাই করা কিছু সেরা পুজোর সুলুকসন্ধান নিয়ে হাজির sangbadpratidin.in৷ আজ পড়ুন  ভবানীপুরের অবসর সর্বজনীনের পুজোর প্রস্তুতি৷

সায়নী সেন: সকলে এসে অন্তত একবার ঘুরে দেখুন মণ্ডপ (Pandal)। প্রতি বছর পুজোয় উদ্যোক্তাদের মুখে মুখে সে বার্তাই শোনা যায়। আর শোনা যাবে নাই বা কেন? থিম নিয়ে ভাবনাচিন্তা, মণ্ডপের সাজসজ্জা, আলোকসজ্জা- এসবই তো তাঁদের জন্য। কিন্তু চলতি বছর করোনাসুরের দাপটে খানিক ফিকে উমার আগমনী। ব্যতিক্রমী বছরে তাই এবার ভবানীপুরের অবসর সর্বজনীন মণ্ডপ কোনও দর্শনার্থীর আনাগোনা চায় না। পরিবর্তে তাঁদের বক্তব্য, দূর থেকেই করুন প্রতিমা দর্শন। আর অতিমারী আবহে সুস্থ থাকুন।

Advertisement

Durga

দুর্গাপুজো আদৌ হবে কি না, তা নিয়ে জনমানসে অনিশ্চয়তা ছিলই। তবে সেই দোলাচল ইতিমধ্যেই দূর করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভাইরাস সংক্রমণ এড়াতে খোলামেলা মণ্ডপ করার পরামর্শ দিয়েছেন তিনি। সেই বার্তাই যেন অক্ষরে অক্ষরে পালন করছে অবসর সর্বজনীন। সম্পূর্ণ খোলামেলা মণ্ডপ ভাবনা উদ্যোক্তাদের। থিমের নাম ‘প্রশ্ন’। ধোঁয়া, ধুলো, দূষণে ক্রমশ কী আমরা পৃথিবীকে আর্বজনার স্তূপে পরিণত করে ফেলেছি, থিম ভাবনার মাধ্যমে সেই প্রশ্নই আমজনতার দিকে ছুঁড়ে দিয়েছেন পুজো উদ্যোক্তারা। শিল্পী শিবশংকর দাসের হাতের ছোঁয়ায় জানলা, দরজা, টিন, কাগজের বাক্স দিয়েই মূলত সেজে উঠছে মণ্ডপ। প্রতিমায় থাকছে আধুনিকতার ছোঁয়া।

Durga
অবসর সর্বজনীনের প্রতিমা। ছবি: পিণ্টু প্রধান।

পুজোয় বাহুলতা না দেখিয়ে সামাজিক কাজে ব্রতী উদ্যোক্তারা। অতিমারী পরিস্থিতিতে কোনও চাঁদাও নেওয়া হচ্ছে না। তাই বাজেটে কাটছাঁট করতে হয়েছে অনেকটাই। তা সত্ত্বেও আমফান (Amphan) পরবর্তী পরিস্থিতিতে সুন্দরবনের প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ বিলি করেছেন তাঁরা। পুজোতেও সুন্দরবনের কিছু মেধাবী দরিদ্র পড়ুয়াদের পাশে থাকার পরিকল্পনা রয়েছে এই পুজো কমিটির।

Amphan

[আরও পড়ুন: করোনার জেরে বন্ধ স্কুল, ঘরবন্দি অবস্থায় দুর্গা ঠাকুর বানিয়ে ফেলল ৯ বছরের খুদে]

শুধু বাজেট নয়, করোনা আবহে নিয়মেও কিছু বদলের কথাই ভেবেছেন পুজো (Durga Puja) উদ্যোক্তারা। প্রথমত, এবার মণ্ডপ হবে একেবারেই খোলামেলা। দর্শনার্থীদের মণ্ডপের ভিতরে ঢুকে প্রতিমা দর্শনের সুযোগ দেওয়া হবে না। এমনকী মণ্ডপের সামনে জড়ো হয়ে দাঁড়াতে দেওয়া হবে না কাউকেই। স্যানিটাইজেশনের (Sanititation) বন্দোবস্ত তো থাকছেই। মন না চাইলেও কোভিড পরিস্থিতিতে অষ্টমীর অঞ্জলির ক্ষেত্রেও নিয়ম বদলের ভাবনাচিন্তা করা হচ্ছে। ঠিক কীরকম বদল? মণ্ডপ থেকে পুরোহিত মন্ত্র পড়বেন। তা মাইক্রোফোনের মাধ্যমে ধ্বনিত হবে গোটা এলাকায়। বাড়িতে বসেই মন্ত্রপাঠ করবেন এলাকার সকলে। অঞ্জলি শেষে পাড়ার যুবকরা প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরে ফুল সংগ্রহ করবেন। তা এনে মায়ের পায়ে অর্পণ করা হবে। যদিও অঞ্জলি দেওয়ার নিয়ম বদল নিয়ে এখনও পুরোপুরি সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Durga
চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। ছবি: পিণ্টু প্রধান।

ক্যালেন্ডার বলছে পুজো আর হাতে গোনা কয়েকদিনের অপেক্ষামাত্র। আকাশে পেঁজা মেঘ। নদীর ধারে কাশফুলের দোলাও রয়েছে একইরকম। তবে এবার করোনাসুরের দাপটে পুজোর রং অনেকটাই ফিকে। কারণ, মারণ ভাইরাস কারও প্রিয়জনকে কেড়েছে। আবার কারও উপার্জন ঠেকেছে তলানিতে। তাই আমজনতার মনে যেন পুজো শুরুর আগেই বিষাদের সুর। তবে কারও মর্জিতেই যে সময় থেমে থাকে না। তাই তো একরাশ বিষন্নতাকেই সঙ্গী করে পুজোর কাজে গা ভাসিয়েছেন ভবানীপুরের অবসর সর্বজনীনের (Abasar Sarbojanin) উদ্যোক্তারা।

Durga
অবসর সর্বজনীনের প্রতিমা। ছবি: পিণ্টু প্রধান।

[আরও পড়ুন: স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু চাঁচোল রাজবাড়িতে, দ্বারে থাকবে স্যানিটাইজার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement