Advertisement
Advertisement
দুর্গাপুজো

‘ওয়ার’-এর সাফল্য উদযাপন, দুর্গাপুজোয় নবমীর ভোগের দায়িত্ব নিলেন রানি-আদিত্য

ছবিটি মুক্তির প্রথমদিনে ৫৪ কোটি টাকা তুলেছে।

Rani Mukherjee will sponser the bhog of Nabami of Mukherjee Bari's Puja
Published by: Bishakha Pal
  • Posted:October 4, 2019 7:50 pm
  • Updated:October 5, 2019 4:09 pm  

তপন বকসি, মুম্বই: মুম্বইয়ে মুখার্জিদের পুজোতেও অভিজিৎ বা মুম্বইয়ের আরও অন্যান্য পুজোর মত স্পনসরশিপ রয়েছে। বড় স্পনসরশিপ ছাড়াও মুখার্জিদের পুজোর আর একটি বৈশিষ্ট্য রয়েছে। পুজো কমিটি ছাড়াও পরিবারের মধ্য থেকেই সপ্তমী, অষ্টমী আর নবমীতে ভোগ স্পনসর করার রেওয়াজ রয়েছে। কাজল, রানি কিংবা অয়ন মুখোপাধ্যায়রা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়ে রয়েছেন। এঁরাও প্রত্যেকবারই দুর্গাপুজোর কোনও একদিনের ভোগ স্পনসর করে থাকেন।

[ আরও পড়ুন: ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ভিকি? জোর জল্পনা বলিউডে ]

এবার রানির স্বামী আদিত্য চোপড়ার ‘যশরাজ ফিল্মস’-এর ব্যানারে রিলিজ হওয়া হৃতিক রোশন আর টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’ ছবিটি মুক্তির প্রথমদিনে ৫৪ কোটি টাকা তুলেছে। যা ইদানিংকালের বাণিজ্যিক হিন্দি ছবির ব্যবসায়ে রেকর্ড করেছে। সেই সাফল্য যশরাজ ফিল্মস সেলিব্রেট করেছে। সেই সেলিব্রেশনে যশরাজ ফিল্মসের স্টুডিওয় দাঁড়িয়ে শোনা গেল মুখার্জিদের পুজোয় এবার এবারের নবমীর ভোগ স্পনসর করছেন রানি মুখোপাধ্যায়।

Advertisement

kajol-rani

একদিকে ‘ওয়ার’ ছবির বিপুল ব্যবসায়িক সাফল্য, অন্যদিকে এবছরের ডিসেম্বরে রানি অভিনীত ‘মর্দানি’ ছবির সিক্যুয়েল ‘মর্দানি ২’ রিলিজ। এই দুই কারণে রানি এবার নবমীর ভোগের স্পনসরশিপ সরাসরি নিজেই নিয়েছেন। দুর্গা মায়ের আশীর্বাদ নিয়ে সামনে এগিয়ে যেতে চান রানি। মুখার্জিদের পুজোর আশীর্বাদের ব্যাপারে বলিউডের অনেক তাবড় অভিনেতা, সুরকারদের প্রথামানা ভক্তির কথা শুনেছি মুখোপাধ্যায় পরিবারের বিভিন্ন সদস্যদের কাছে বিভিন্ন সময়। তা সে সংগীত পরিচালক সলিল চৌধুরি হোক অথবা শচীন দেব বর্মন বা হেমন্ত মুখোপাধ্যায়। রাহুল দেব বর্মনরা এই পুজোয় মা দুর্গার আশীর্বাদ নিতে ভুলতেন না।

[ আরও পড়ুন: গণপিটুনি নিয়ে মোদিকে চিঠি, এফআইআর অপর্ণা-সৌমিত্রদের বিরুদ্ধে ]

মুখার্জিদের দুর্গাপুজোর একটি পোশাকি নাম আছে- ‘নর্থ বম্বে সর্বজনীন’। জুহুর টিউলিপ স্টার হোটেলের একটা বড় অঞ্চল নিয়ে হচ্ছে পুজো। এবারেও ওখানেই হবে। এবছর মুখার্জি বাড়ির পুজোর থিম হল স্টোন কাট মন্দির। সাধারণত এই ধরনের মন্দির দক্ষিণ ভারতে দেখতে পাওয়া যায়। মুখার্জিদের দুর্গাপুজো পুজো ৫ দিন চলে। এবারে এঁদের পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রীতম তাঁর ব্যান্ড নিয়ে গান গাইবেন। গাইবেন সুনিধি চৌহান, উদিত নারায়ণরাও।

rani-kajol

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement