স্টাফ রিপোর্টার: পুরোদমে পুজো শুরুর আগে যেটুকু কেনাকাটা বাকি তা শেষ করে নেওয়াই যেত। কিন্তু এবছর যে অন্য ছবি দেখল কলকাতা। বৃষ্টির ভ্রুকুটির তোয়াক্কা না করেই, মহালয়ার পরের দিনই ভিড় আছড়ে পড়ল মণ্ডপে। দুর্গার বোধনের আগেই ভিড়ের বোধন দেখল তিলোত্তমা। প্রতিপদেই শুরু হয়ে গেল ২০১৯-এর দুর্গোৎসব।
উত্তরে সন্তোষ মিত্র স্কোয়ার থেকে মহম্মদ আলি পার্ক, দক্ষিণে ত্রিধারা থেকে লেকপল্লি। ঘড়ির কাঁটা যত এগিয়েছে সর্বত্র তালগোল পাকিয়ে গিয়েছে ট্রাফিক। পুলিশকর্মীরা ভেবেছিলেন, গত কয়েক বছরের মতো, পঞ্চমীর বিকেল গড়ালেই মৃদু স্রোত আসবে। কিন্তু সে গুড়ে বালি। মহালয়ার পরের দিন সন্ধ্যাতেই পুলিশকে কার্যত ঘোল খাওয়াল মানুষের ঢল! দু’দণ্ড জিরোতে পারেননি ট্রাফিক কর্মীরা। “দাদা, ত্রিধারাটা কোন দিকে?” “নাকতলা উদয়ন সংঘের গেটটা কোথায়, চেতলা অগ্রণী কি দেখা যাবে?” জনতার ছোড়া প্রশ্নে উর্দিধারীরা জেরবার। দক্ষিণ থেকে উত্তর ছুটল ভিড়।
ষষ্ঠীর আগে ভিড় জমে না, এটাই ছিল দীর্ঘদিনের পরিচিত ছবি। গত বছর সে ধারণা কিছুটা বদলে দিয়েছিলেন শহরবাসী। পঞ্চমীর রাতেই পুলিশের ভিড় সামলানোর ব্লু-প্রিন্টে জল ঢেলে দিয়েছিল মানুষের ঢল। জনতার চাপে সব পরিকল্পনা তালগোল পাকিয়ে গিয়েছিল। এবছর সেই রেকর্ডকেও দশ গোল দিয়ে একেবারে প্রতিপদের সন্ধেয় ময়দানে নেমে পড়ল উৎসবমুখর জনতা। গাড়িতে চেপে, পায়ে হেঁটে এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে ভিড়ের আনাগোনা লেগেই ছিল। রাস্তায় পুলিশও ছিল চোখে পড়ার মতো। বদলে যাওয়া ভিড়ের চরিত্রের সঙ্গে তাল মিলিয়ে পুলিশের পঞ্জিকাও বদলেছে। মেট্রো স্টেশনগুলিতে কার্যত দমবন্ধকর পরিস্থিতি।
প্রতিপদেই কেন এত ভিড়? পুলিশকর্মী ও পুজো কর্তাদের ব্যাখ্যা, এবছর আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য মানুষ চিন্তিত। ষষ্ঠী থেকে বৃষ্টি থামবে কি না তা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। শনিবার মহালয়ার দিনও বৃষ্টি হয়েছে। রবিবার একে ছুটির দিন, তার উপর আকাশের মুখে রোদের হাসি ফুটেছে। তাই কোনও ‘চান্স’ না নিয়ে প্রতিপদেই কয়েকটি ঠাকুর দেখে ফেলতে চাইছেন শহরবাসী। প্রত্যেকেই ভাবছেন, এখনই ফাঁকায় ফাঁকায় কয়েকটি ঠাকুর দেখে ফেলি। পুজোর বাজার এখনও শেষ হয়নি। এদিকে বোধনের আগেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে মানুষ। দুইয়ের সাঁড়াশি চাপে জনজোয়ার নেমেছে। আখেরে সাদামাঠা প্রতিপদও তাই উৎসবের চেহারা নিয়েছে! ফলে দুপুরে যাঁরা ব্যক্তিগত কাজে বেরিয়েছিলেন, সামান্য পথ যেতেই তাঁদের দম বেরিয়ে গিয়েছে। কিন্তু প্রতিপদেই যদি এহেন অবস্থা হয় ষষ্ঠী-সপ্তমীতে কী হবে? পুজোর আগে শেষ রবিবারের এই ‘ট্রেলার’ দেখে পুলিশ কর্মীরাও কোমর বাঁধছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.