Advertisement
Advertisement
অ্যাভিনিয় সাউথ পল্লিমঙ্গল

‘প্রতিচ্ছবি’তেই সর্বত্র বিরাজমান উমা, সন্তোষপুরের এই মণ্ডপে থাকছে বিশেষ চমক

দেখুন পুজো প্রস্তুতির ভিডিও।

Durga Puja 2019: Avenue South Pallimangal theme is reflection
Published by: Sulaya Singha
  • Posted:September 25, 2019 3:39 pm
  • Updated:September 25, 2019 3:39 pm

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির sangbadpratidin.in৷ আজ পড়ুন অ্যাভিনিয় সাউথ পল্লিমঙ্গলের পুজো প্রস্তুতি৷

সুলয়া সিংহ: জমিদার বাড়ি হোক বা কুঁড়ে ঘর৷ ঈশ্বরের আরাধনার জন্য একটি আলাদা স্থান বা বেদি তৈরি করা হয়৷ সেখানেই পূজিত হন দেবদেবী৷ কিন্তু ঈশ্বর তো সর্বত্র বিরাজমান৷ তাঁকে কি আর এক স্থানে ধরে রাখা যায়? আর ঠিক এই ভাবনাকে মাথায় রেখেই এবার সন্তোষপুর অ্যাভিনিয় সাউথ পল্লিমঙ্গলের মণ্ডপ সাজাচ্ছেন শিল্পী সুশান্ত পাল৷ থিমের পোশাকি নাম ‘প্রতিচ্ছবি’৷

Advertisement

[আরও পড়ুন: ‘নবরস’-এর নবধারায় সেজে উঠছে হিন্দুস্থান পার্ক সর্বজনীন]

Aveneu South Pallimangal

শিল্পী বলছিলেন, প্রথমবার এই পুজোর সঙ্গে যুক্ত হওয়াটাই ছিল একটা চ্যালেঞ্জ৷ কারণ সরু গলির ভিতর দুটি ফ্ল্যাটের মাঝে এতো অল্প এলাকায় নিজের শিল্পকে প্রাণ দেওয়া মুখের কথা নয়৷ তাছাড়া সুশান্ত পালের থেকে দর্শনার্থীদের প্রত্যাশাও থাকে অনেকখানি৷ তাই নিজের চিন্তাশক্তি দিয়ে অল্প জায়গাকেই কয়েকগুণ বাড়িয়ে নিয়ে পুজোপ্রেমীদের নতুন কিছু উপহার দিতে তৈরি শিল্পী৷ সেই কারণেই মণ্ডপসজ্জার উপকরণ হিসেবে বেছে নিয়েছেন আয়নাকে৷ গোটা মণ্ডপে এমনভাবে সেই আয়না বসানো হয়েছে, যে দর্শনার্থী যে প্রান্তেই দাঁড়ান না কেন, প্রতিমার প্রতিচ্ছবি দেখতে পাবেন সর্বত্র৷ অর্থাৎ মা এখানে সর্বত্র বিরাজমান৷

Aveneu South Pallimangal

মণ্ডপের দু’দিকে দুটি ফ্ল্যাট৷ শিল্পীর ভাবনায় তারাও যেন একে অপরের প্রতিচ্ছবি হয়ে উঠেছে৷ ফ্ল্যাটের জানলায় জ্বলছে প্রদীপ৷ আর তার সামনেই মায়ের আরাধনা৷ সবমিলিয়ে মণ্ডপজুড়ে পুজো আর উৎসবের আমেজ৷ সুশান্ত পালের কথায়, “মণ্ডপে মোট চার হাজার প্রদীপ ব্যবহার করেছি৷ কিন্তু আয়নার কেরামতিতে তা চল্লিশ হাজারে পরিণত হবে৷ আর তাতেই এই জায়গাটা অনেকখানি প্রশস্ত মনে হবে৷” সৌম্যজিৎ ও সৌরেন্দ্রর থিম মিউজিকে পূর্ণতা পাবে শিল্পীর এই ভাবনা৷ তবে শুধু মণ্ডপেই নয়, প্রতিমাতেও রয়েছে বিশেষ চমক৷ মাটির তৈরি উমাই শিল্পীর ছোঁয়ায় পেয়েছে সেরামিক ফিনিশ৷ অর্থাৎ দেখলে মনে হবে, মা যেন চিনামাটির৷ বিগত বছরগুলিতে বহু পুরস্কারজয়ী এই পুজোয় এবার সুশান্ত পালের হাত ধরে আরও অনেক পুরস্কার আসবে৷ আত্মবিশ্বাসী পুজো উদ্যোক্তারা৷

[আরও পড়ুন: সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেবে বেলেঘাটার এই পুজো]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement