পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির sangbadpratidin.in৷ আজ পড়ুন বেহালা দেবদারু ফটক পুজো প্রস্তুতি৷
সুলয়া সিংহ: মাছে-ভাতে, ফুটবলপ্রেমী, হুজুগে, ভ্রমণপিপাসু- এই শব্দগুলির পাশে সুন্দরভাবে একটি শব্দ বসিয়ে দেওয়া যায়৷ ‘বাঙালি’৷ বাঙালিদের স্বভাব ও মানসিকতাকে সুন্দরভাবে ব্যাখ্যা করে এই বিশেষণগুলি৷ বাঙালি সেই জাতি যাদের কাছে জামাইষষ্ঠী মানেই ভুরিভোজ৷ আবার সেই ভোজে হয় অ্যাসিডিটি৷ ডার্বির দিন দুপুরে খাবারের পাতে তাদের চাই ইলিশ কিংবা চিংড়ি৷ চলে মোহনবাগান-ইস্টবেঙ্গল নিয়ে তর্কাতর্কি৷ পুজোর সেলে অল্প দামে জামা-কাপড় কেনা৷ ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো৷ সরস্বতী পুজোকে ভ্যালেন্টাইনস ডে-তে পরিণত করা কিংবা গানের ব্যান্ড তৈরি করে সুর চড়িয়ে গোটা পাড়া জাগিয়ে রাখা৷ পরনিন্দা, পরচর্চা৷ এসবই বাঙালির দৈনন্দিন জীবনের সঙ্গে মিশে গিয়েছে৷ তাদের নিয়ে সমালোচনা যা-ই হোক না কেন, বাঙালি কিন্তু সেসবে কর্ণপাতে আগ্রহী নয়৷ তারা বেশ গর্বের সঙ্গেই বলে আমরা ‘গ্ল্যাডলি বাঙালি’৷ আর যাদের ‘বাঙালি করেছে ভগবান রে’, তাদের নিয়েই এবার বেহালা দেবদারু ফটকে মণ্ডপ সাজিয়েছেন দুই বাঙালি শিল্পী সুমি মজুমদার এবং শুভদীপ মজুমদার৷
বইপড়ার অভ্যেস চুলোয় পাঠিয়ে বর্তমান প্রজন্ম যতই মোবাইল নিয়ে ব্যস্ত থাকুক না কেন, পুজো সংখ্যা বাজারে এলেই মনের কোণে উঁকি দেয় শরত৷ আকাশে-বাতাসে আগমনির সুর বেজে ওঠে৷ আর পুজো সংখ্যায় কমিকস অ্যাডভেঞ্চারে মনোনিবেশ করে বাঙালিরা৷ এবার পুজোয় আস্ত একটা কমিকসের দুনিয়ায় পদার্পণ করতে পারবেন দর্শনার্থীরা৷ বর্তমানে বিপন্ন বাঙালির জীবনের নানা খুঁটিনাটি যেখানে তুলির টানে সাজিয়ে রাখছেন আপাদমস্তক বাঙালি গ্রাফিক্স আর্টিস্ট সুযোগ বন্দ্যোপাধ্যায়৷ সুমি ও শুভদীপের ভাবনা এবং সুযোগের প্রস্থাপনায় এ মণ্ডপে রঙিন হয়ে উঠেছে বাঙালির জীবন৷ এই পুজোর ইউএসপি হল, এখানে প্রত্যেক বাঙালি কোনও না কোনওভাবে নিজেকে খুঁজে পাবেন৷
কোথাও চায়ের ঠেকে রাজ্য-রাজনীতির বুলি কপচানো, কোথাও আবার শরীরচর্চা করতে গিয়ে নাজেহাল জীবন৷ এ মণ্ডপে ঢুঁ না দিলে পুজোর অন্যরকম স্বাদটা সত্যিই মিস করবেন বাঙালি৷ আর বাঙালির এই অনুভূতিকে পরিপূর্ণ করবে গৌতম ব্রহ্মের তৈরি থিম সং৷ গানটি গেয়েছেন তিমির বিশ্বাস৷ প্রতিমা বানাচ্ছেন পিন্টু সিকদার৷ মনে-প্রাণে বাঙালি হলে কিন্তু এবার পুজোয় যেতেই হবে দেবদারু ফটকে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.