Advertisement
Advertisement
বেহালা দেবদারু ফটক

প্রথমবার কার্টুনে সাজছে মণ্ডপ, ব্যঙ্গচিত্রে বাঙালিয়ানা ফুটে উঠছে বেহালার এই পুজোয়

কীভাবে তৈরি হচ্ছে মণ্ডপ? দেখুন ভিডিও।

Behala Debdaru Fatak Durga Puja 2019 theme is Bengali lifestyle
Published by: Sulaya Singha
  • Posted:September 22, 2019 1:48 pm
  • Updated:September 24, 2019 6:38 pm  

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির sangbadpratidin.in৷ আজ পড়ুন বেহালা দেবদারু ফটক পুজো প্রস্তুতি৷

সুলয়া সিংহ: মাছে-ভাতে, ফুটবলপ্রেমী, হুজুগে, ভ্রমণপিপাসু- এই শব্দগুলির পাশে সুন্দরভাবে একটি শব্দ বসিয়ে দেওয়া যায়৷ ‘বাঙালি’৷ বাঙালিদের স্বভাব ও মানসিকতাকে সুন্দরভাবে ব্যাখ্যা করে এই বিশেষণগুলি৷ বাঙালি সেই জাতি যাদের কাছে জামাইষষ্ঠী মানেই ভুরিভোজ৷ আবার সেই ভোজে হয় অ্যাসিডিটি৷ ডার্বির দিন দুপুরে খাবারের পাতে তাদের চাই ইলিশ কিংবা চিংড়ি৷ চলে মোহনবাগান-ইস্টবেঙ্গল নিয়ে তর্কাতর্কি৷ পুজোর সেলে অল্প দামে জামা-কাপড় কেনা৷ ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো৷ সরস্বতী পুজোকে ভ্যালেন্টাইনস ডে-তে পরিণত করা কিংবা গানের ব্যান্ড তৈরি করে সুর চড়িয়ে গোটা পাড়া জাগিয়ে রাখা৷ পরনিন্দা, পরচর্চা৷ এসবই বাঙালির দৈনন্দিন জীবনের সঙ্গে মিশে গিয়েছে৷ তাদের নিয়ে সমালোচনা যা-ই হোক না কেন, বাঙালি কিন্তু সেসবে কর্ণপাতে আগ্রহী নয়৷ তারা বেশ গর্বের সঙ্গেই বলে আমরা ‘গ্ল্যাডলি বাঙালি’৷ আর যাদের ‘বাঙালি করেছে ভগবান রে’, তাদের নিয়েই এবার বেহালা দেবদারু ফটকে মণ্ডপ সাজিয়েছেন দুই বাঙালি শিল্পী সুমি মজুমদার এবং শুভদীপ মজুমদার৷

Advertisement

cartoon

[আরও পড়ুন: অজান্তে জল অপচয় নয়, পুজোয় সংরক্ষণের বার্তা দিচ্ছে আহিরীটোলা সর্বজনীন]

বইপড়ার অভ্যেস চুলোয় পাঠিয়ে বর্তমান প্রজন্ম যতই মোবাইল নিয়ে ব্যস্ত থাকুক না কেন, পুজো সংখ্যা বাজারে এলেই মনের কোণে উঁকি দেয় শরত৷ আকাশে-বাতাসে আগমনির সুর বেজে ওঠে৷ আর পুজো সংখ্যায় কমিকস অ্যাডভেঞ্চারে মনোনিবেশ করে বাঙালিরা৷ এবার পুজোয় আস্ত একটা কমিকসের দুনিয়ায় পদার্পণ করতে পারবেন দর্শনার্থীরা৷ বর্তমানে বিপন্ন বাঙালির জীবনের নানা খুঁটিনাটি যেখানে তুলির টানে সাজিয়ে রাখছেন আপাদমস্তক বাঙালি গ্রাফিক্স আর্টিস্ট সুযোগ বন্দ্যোপাধ্যায়৷ সুমি ও শুভদীপের ভাবনা এবং সুযোগের প্রস্থাপনায় এ মণ্ডপে রঙিন হয়ে উঠেছে বাঙালির জীবন৷ এই পুজোর ইউএসপি হল, এখানে প্রত্যেক বাঙালি কোনও না কোনওভাবে নিজেকে খুঁজে পাবেন৷

Cartoon

কোথাও চায়ের ঠেকে রাজ্য-রাজনীতির বুলি কপচানো, কোথাও আবার শরীরচর্চা করতে গিয়ে নাজেহাল জীবন৷ এ মণ্ডপে ঢুঁ না দিলে পুজোর অন্যরকম স্বাদটা সত্যিই মিস করবেন বাঙালি৷ আর বাঙালির এই অনুভূতিকে পরিপূর্ণ করবে গৌতম ব্রহ্মের তৈরি থিম সং৷ গানটি গেয়েছেন তিমির বিশ্বাস৷ প্রতিমা বানাচ্ছেন পিন্টু সিকদার৷ মনে-প্রাণে বাঙালি হলে কিন্তু এবার পুজোয় যেতেই হবে দেবদারু ফটকে৷

Cartoon

 

[আরও পড়ুন: সোপান বেয়ে শক্তির দরবারে, পুজোয় উত্তরণের পথ দেখাবে ৬৪ পল্লি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement