Advertisement
Advertisement
চায়ের আড্ডা

পুজোর মুখে জনসংযোগে জোর, ‘চায়ের আড্ডা’ই হাতিয়ার তৃণমূল ছাত্র পরিষদের

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে ওই আড্ডায়।

After Durga Puja TMCP decides to arrange a programme in Burdwan
Published by: Sayani Sen
  • Posted:September 19, 2019 3:40 pm
  • Updated:September 19, 2019 3:40 pm  

সৌরভ মাজি, বর্ধমান: বাঙালির কাছে আড্ডাটা মজ্জাগত। পুজোয় আড্ডা তো থাকেই। প্রাকপুজোতেও আড্ডা চলে। সেটা রাজনৈতিক হলে আরও জমজমাট হয়ে ওঠে। তবে এই প্রাকপুজো চায়ের আড্ডা অরাজনৈতিক ব্যক্তিত্বদের রাজনৈতিক আড্ডা নয়, বরং পুরোটাই রাজনৈতিক। পুজোর মুখে জনসংযোগে চায়ের আড্ডার আয়োজন করতে চলেছে তৃণমূলের ছাত্র সংগঠন। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন মহকুমায় বিভিন্ন দিন আয়োজন করার প্রস্তুতি নেওয়া হয়েছে চায়ের আড্ডার। সেখানে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃবৃন্দ, ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও থাকবেন। চায়ের কাপে চুমুক দিয়ে তুফান না তুললেও পরামর্শ দেওয়া-নেওয়া যেমন হবে, তেমনই অভিভাবকদের মতামতও গ্রহণ করা হবে।

[আরও পড়ুন: বাংলায় এনআরসি’র জুজু, নথি সংশোধনের জন্য আধার কেন্দ্রে লম্বা লাইন বাসিন্দাদের]

বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারে চা উঠে এসেছে বিভিন্ন সময়। ‘চা-ওয়ালা’ থেকে ‘চায়ে পে চর্চা’, দোকানে ঢুকে নিজেই চা বানিয়ে খাওয়ানো – রাজনৈতিক নেতানেত্রীদের এমন বিভিন্ন রূপে দেখা গিয়েছে। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলাতেই বাম ছাত্র যুব সংগঠন, এসএফআই-ডিওয়াইএফআই-এর তরফে চায়ের কাপেই জনসংযোগে নেমেছিল। এবার চায়ের আড্ডায় শাসকদলের ছাত্র সংগঠন টিএমসিপি। জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মহম্মদ সাদ্দাম বলেন, “পুজোর মরশুম। উৎসবের পরিবেশ। সেখানে সংগঠনে সদস্যদের নিয়ে সকলের সঙ্গে দেখা হবে। তাই চায়ের আড্ডা বলছি আমরা। ছাত্র সংগঠন করি। সেখানে আড্ডার ছলেই রাজনৈতিক আলোচনা হবে সেটাই স্বাভাবিক।” তিনি আরও জানান, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপ মানবসমাজে কতটা ক্ষতি করছে তা নিয়ে আলোচনা হবে। এনআরসি-র মত বিষয় নিয়েও আলোচনা হবে। সকলকে বোঝানো হবে কীভাবে মানুষের দরবারে গিয়ে তার কুপ্রভাব তুলে ধরতে হবে। এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্পে বরাদ্দ কমানো, দেশজুড়ে অর্থনৈতিক মন্দা নিয়েও আলোচনা হবে। কেন্দ্রের এই সব জনবিরোধী কার্যকলাপ ছাত্র সমাজের কাছে কীভাবে তুলে ধরতে হবে তা নেতৃবৃন্দকে আড্ডার ছলেই জানানো হবে।

Advertisement

[আরও পড়ুন: বিজেপি কর্মীর মৃত্যুতে কাঠগড়ায় তৃণমূল, দেহ আগলে বিক্ষোভে গেরুয়া শিবির]

২০ সেপ্টেম্বর কালনা মহকুমার চায়ের আড্ডা হবে কালনা-২ ব্লক তৃণমূল কার্যালয়ে। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রথম পর্বে সাংগঠনিক আলোচনা সভা। দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে চায়ের আড্ডা। সেখানে অভিভাবকদেরও ডাকা হবে। ২১ সেপ্টেম্বর কাটোয়া হবে চায়ের আড্ডা। ২২ সেপ্টেম্বর বর্ধমান উত্তর মহকুমার চায়ের আড্ডা বসবে ভাতার ব্লক তৃণমূল কার্যালয়ে। ২৩ সেপ্টেম্বর বর্ধমান দক্ষিণ মহকুমার চায়ের আড্ডা হবে খণ্ডঘোষ ব্লক তৃণমূল কার্যালয়ে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement