Advertisement
Advertisement

মায়ের হাত ধরে শৈশবে ফিরতে এবার গন্তব্য হোক টালা বারোয়ারি

জানেন কী থাকছে মণ্ডপে?

Pujo 2018: Tala Baroari to depict the motherhood in this Puja
Published by: Sulaya Singha
  • Posted:October 6, 2018 7:01 pm
  • Updated:October 6, 2018 7:01 pm  

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির sangbadpratidin.in৷ আজ পড়ুন টালা বারোয়ারির পুজোর প্রস্তুতি৷

রোহন দে: মা। ছোট্ট এই শব্দের ব্যপ্তি বিরাট। মায়ের হাত ধরেই প্রত্যেক শিশুর জীবনে পথ চলা শুরু। মায়ের ভালবাসা থেকে বকুনি, সবকিছুই আজও এ পৃথিবীর বুকে আদি ও অকৃত্রিম। মায়ের দশমাস দশদিনের গল্প নিয়েই এবারে সেজে উঠছে টালা বারোয়ারির মণ্ডপ। ৯৮ তম বর্ষে দাঁড়িয়ে মায়ের চিরন্তন কাহিনিই এবার বলবে টালা বারোয়ারি। উত্তরের ঐতিহ্যশালী এই পুজোর এবারের থিমের পোশাকি নাম ‘মা’।

Advertisement

[বই পড়তে ভালবাসেন? পুজোয় আস্ত লাইব্রেরি নিয়ে অপেক্ষায় এই মণ্ডপ]

প্রথমবার শিল্পী সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়ের ভাবনা ও সৃজনে সেজে উঠছে টালার মণ্ডপ। শিল্পীর কথায়, মা দিয়েই শুরু শিশুর জীবন। তারপর সুখে-দুঃখে, ভাল-মন্দে প্রত্যেক পদেই বিভিন্ন রূপের ধরা দেন মা। তাঁকে ছাড়া যেন জীবনই অচল। ঈশ্বর তো সব স্থানে থাকতে পারেন না। তাই যেন তিনি মায়ের সৃষ্টি করেছেন। দেবীপক্ষে মা দুর্গার বন্দনা করে ভক্তকূল। কিন্তু প্রতিনয়ত যে মানুষটি নিঃস্বার্থভাবে সন্তানের পাশে দাঁড়িয়েছেন, তিনিও তো সেই দেবীরই রূপ। টালায় তাই এবার বন্দিত হবেন সেই রক্ত-মাংসের মায়েরাই।

চুল বেঁধে দেওয়া থেকে, রাত জেগে সন্তানের সেবা, বাল্যকাল থেকে শিশুর বড় হয়ে ওঠার সময়ের বিভিন্ন পর্যায়ের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হবে গোটা মণ্ডপজুড়ে। মণ্ডপের আরেকটি দেওয়ালে দেখা যাবে অজস্র স্লেট। যেখানে পেনসিলে লেখা রয়েছে নানা শব্দ। যা মায়ের মুখেই মানায়। যা একমাত্র মায়ের কাছেই শুনতে অভ্যস্ত সন্তানরা। এককথায় ছেলেবেলার নানা স্মৃতি ফিরবে টালা বারোয়ারিতে। মূল মণ্ডপ হবে মুকুটের আদলে। যেখানে স্থান পেয়েছেন যোগিনীরা। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিমা সাজিয়ে তুলছেন শিল্পী সৌরজিৎ বন্দোপাধ্যায় এবং তাঁর সহযোগী মৃৎশিল্পীরা।

[প্রকৃতি আজ বিপন্ন, পুজোয় ভূমি সংরক্ষণের বার্তা বেহালা নূতন সংঘের]

প্রতিবারের মত এবারও উদ্যোক্তারা মণ্ডপ নিয়ে আশাবাদী। শিল্পীর সঙ্গে হাত লাগিয়ে তাঁরাও সাজিয়ে তুলছেন গোটা মণ্ডপ। অতীতে অমর সরকার ও সুব্রত বন্দোপাধ্যায়ের হাত ধরে টালা বারোয়ারি এসেছে হাজারো পুরস্কার। এবারও আশা, মায়ের রূপ মন ছুঁয়ে যাবে দর্শনার্থীদের।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement