পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির sangbadpratidin.in৷ আজ পড়ুন এভিনিউ সাউথ পল্লিমঙ্গলের পুজো প্রস্তুতি৷
সুলয়া সিংহ: গত ছ’বছর ধরে একই শিল্পীর উপর ভরসা রেখে চলেছেন এভিনিউ সাউথ পল্লিমঙ্গল পুজো কমিটির উদ্যোক্তারা৷ ভরসা রাখার কারণও রয়েছে৷ কারণ প্রতিবারই সেই মর্যাদার মান রেখে আসছেন শিল্পী রিন্টু দাস৷ প্রতিবারই নতুন নতুন ভাবনা দিয়ে মণ্ডপ গড়েন তিনি৷ এবারও তাঁর ভাবনাতেই সাজবে মণ্ডপ৷ যে ভাবনার পোশাকি নাম ‘মায়ের চরণ চিহ্নে কুসুমে কুসুম’৷
কী এই ভাবনা? তিথি-নক্ষত্র দেখে প্রতিবারই পুজো আসে৷ থাকে ১২০ ঘণ্টা মতো৷ কিন্তু সেই ১২০ ঘণ্টাও যেন ১২০ মিনিটের মতো বয়ে চলে যায়৷ চোখের নিমেশে শেষ হয়ে যায় পুজোর পাঁচটা দিন৷ তারপর আবার সেই ৩৬৫ দিনের অপেক্ষা৷ পুজো আসছে আসছে অনুভূতির মধ্যে যে আনন্দ আছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন৷ আর সেই অনুভূতিই এবার এভিনিউ সাউথের আনাচে-কানাচে৷ মায়ের আগমনিতে আকাশ-বাতাসে যেভাবে পুজোর গন্ধ লাগে, এ মণ্ডপে সেই পরিবেশেরই ছোঁয়া৷ শরতের পেঁজা তুলোর মতো মেঘ, রেললাইনের ধারে ফুটে থাকা কাশফুল, শিউলির গন্ধ, এসবই তো মায়ের আগমনের বার্তা দিয়ে যায়৷ সেই মুহূর্তগুলোকেই এবার মণ্ডপে বন্দি করছেন রিন্টু দাস৷ মণ্ডপে ঢোকার মুখ থেকেই রাশি রাশি কাশফুল চোখকে তৃপ্তি দেবে৷ সাদা পাইপ ব্যবহার করে তার মধ্যে আলোর ছটা দিয়েই কাশফুলের এফেক্ট তৈরি করা হয়েছে৷ আর মণ্ডপের ভিতরে দেবীর ত্রিনয়নের নিচেই হবে মায়ের আরাধনা৷
রিন্টু দাসের সঙ্গে আবারও জুটি বেঁধে প্রতিমা তৈরি করেছেন শিল্পী সুরজিৎ পাল৷ আর সৈকত দেবের আবহে উৎসব শুরুর মুহূর্তই দর্শনার্থীদের মনকে দোলা দেবে৷ ৫২ বছর পূর্তিতে উদ্যোক্তাদের আশা, প্রতিবারের মতো এবারও সন্তোষপুর এলাকার এই মণ্ডপ দর্শনার্থীদের নজর কাড়বে৷ পুজোর মধ্যেই মিলবে পুজোর আগমনের আনন্দ৷ আপনিও সেই অনুভূতিতে শামিল হবেন তো?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.