Advertisement
Advertisement

Breaking News

এবার পুজোয় শহরেই আন্দামান, জারোয়াদের ঠিকানা কলকাতা ৮

বিশ্বাস নাহলে পড়েই দেখুন।

Pujo 2018: Andaman will be depicted at Barisha Sarbojanin
Published by: Sulaya Singha
  • Posted:October 3, 2018 7:37 pm
  • Updated:October 3, 2018 7:37 pm  

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির sangbadpratidin.in৷ আজ পড়ুন বড়িশা সর্বজনীনের পুজোর প্রস্তুতি৷

রোহন দে: পুজোয় নিখরচায় আন্দামান! টিজারেই চমক দিয়েছিল বড়িশা সর্বজনীন। আন্দামানের স্বাদ পেতে তাই পৌঁছে যেতে হবে কলকাতা- ৮-এর ঠিকানায়। কারণ সেই মণ্ডপে এবার আন্দামান নিকোবরের অ্যাম্বিয়েন্স। জারোয়াদের সংসারে সপরিবারে হাজির হচ্ছেন মা দুর্গা। না, এ মণ্ডপ ঢুকলে সমুদ্র সৈকতের হাওয়া গায়ে এসে লাগবে না। কিংবা পাশে অপেক্ষারত নয় কোনও জাহাজও। যা আছে, তা হল জারোয়াদের জীবনকাহিনি। তাই আন্দামান না গিয়ে থাকলে, ঘরের পাশেই এক টুকরো এই আন্দামানকে চাক্ষুষ করতেই পারেন। সেই বন্দোবস্তই করেছে বড়িশা সর্বজনীন। বেহালার এই নামী পুজোর এবছরের থিম এক টুকরো আন্দামান। এবার ৭০তম বর্ষ এই পুজোর। তাই এবার পুজোর ছুটিতে ভিন রাজ্যে নৈব নৈব চ। ঘর থেকে দু’পা ফেলেই জারোয়াদের দেশ দর্শন করাবে বড়িশা সর্বজনীন।

Advertisement

[পুজোয় বাংলার তাঁতের ঐতিহ্য ফিরিয়ে আনবে ৬৬ পল্লি]

শুরুতেই থিমের বর্ণনা থেকে একটা আভাস নিশ্চয়ই পাওয়া গিয়েছে। জারোয়াদের সংস্কৃতিই এবার পুজোমণ্ডপে ফুটিয়ে তুলেছেন শিল্পী গৌরাঙ্গ কুইলা। নগরায়নের যুগেও যারা প্রকৃতির উপরে নির্ভর করে বেঁচে থাকে সেই জারোয়াদের কথা মনে রেখেই সেজে উঠছে মণ্ডপ। মণ্ডপসজ্জা দেখে মনে হতেই পারে যে জারোয়ারাই যেন পুজোর আয়োজন করেছে। মণ্ডপজুড়ে থাকছে রহস্যে ঘেরা জারোয়া ল্যান্ড। ইতিউতি ছড়িয়ে রয়েছে জারোয়া মহিলা-পুরুষ। তারা হাতে তির ধনুক নিয়ে দাঁড়িয়ে। আসল নয়, সবই মাটির যা কিনা শিল্পী গৌরাঙ্গ কুইলার আরও এক অনবদ্য সৃষ্টি। বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আধুনিকতাকে দূরে সরিয়ে আজও এই জারোয়ারা প্রকৃতির সঙ্গে একাত্ব হয়েই জীবনযাপন করছে। মণ্ডপসজ্জায় বিভিন্ন প্রাকৃতিক উপাদানই ব্যবহার করা হচ্ছে। হোগলা পাতার ছাউনি থেকে গাছের শুকনো ফুল-ফল সবেরই শিল্পকর্ম শোভা পাবে। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই গৌরাঙ্গ কুইলার হাতের ছোঁয়ায় গড়ে উঠছে প্রতিমা। কবি শুভ দাশগুপ্তের আবহ সংগীতের মধ্যে দিয়েও আন্দামানের জারোয়া গ্রাম দর্শন করবেন দর্শনার্থীরা।

গত বছর শিল্পী বন্ধন রাহার সৃষ্টিতে অনন্য রূপে সেজে উঠেছিল বড়িশা সর্বজনীনের পুজো। গতবারের থিম ছিল ‘শূন্যতেই শুরু শূন্যতেই শেষ’। পুজোপ্রেমীদের ভূয়সী প্রশংসা পেয়েছিল সেবার। এবারও শহরের অন্যান্য থিমপুজোকে টেক্কা দিতে তৈরি বড়িশা সর্বজনীন। মণ্ডপের ভিতরেই যখন গোটা জারোয়াদের দেশ আন্দামান, তখন এই পুজোয় ঢুঁ না মারলে কি চলে?

[শিশুদের ‘আবাহন’-এর কাহিনি ফুটে উঠছে দমদম তরুণ দলের পুজোয়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement