সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর বক্স অফিস এবার জমজমাট। চার-চারটে বাংলা সিনেমার মুক্তি। মাল্টিপ্লেক্স-সিঙ্গল স্ক্রিনের টিকিট তো পাওয়া যাবে। কিন্তু নন্দন খোলা থাকবে কি? এই প্রশ্ন যাঁদের মনে রয়েছে, তাঁদের জন্য সুখবর। এবার পুজোয় (Durga Puja) বাংলার অন্যান্য সিনেমা হলের পাশাপাশি নন্দনের দরজাও খোলা থাকবে।
সিঙ্গল স্ক্রিন, মাল্টিপ্লেক্স যতোই থাকুক, এখনও বহু সিনেপ্রেমীর কাছে নন্দনের মাহাত্ম্য আলাদা। সেখানে সিনেমা দেখার আমেজই অন্যরকম। এমনটাই মত তাঁদের। জানা গিয়েছে, গত ৭ অক্টোবর থেকে নন্দনে মেরামতির কাজ হচ্ছে। আগামিকাল অর্থাৎ বুধবারের মধ্যেই তা শেষ হয়ে যাওয়ার কথা। তা হয়ে গেলেই সিনেমা দেখানোর পালা শুরু হয়ে যাবে। শোনা যাচ্ছে, শুধুমাত্র দশমীর দিন প্রেক্ষাগৃহ বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছে।
এবার পুজোয় মূলত চতুর্ভুজের লড়াই। ২০১৪ সালে বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের প্রেক্ষাপটে তৈরি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘রক্তবীজ’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী। এর সঙ্গেই জোর টক্কর সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’-এর। এক ছবিতে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত, জয়া আহসান।
এদিকে আবার সুপারস্টার দেব নিয়ে আসছেন দেশাত্মবোধে মোড়া ছবি ‘বাঘা যতীন’। বাংলার বীর বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই তিন ছবির পাশাপাশি মুক্তি পাচ্ছে কোয়েল মল্লিকের ‘জঙ্গলে মিতিন মাসি’। অরিন্দম শীলের পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন কোয়েল। কোন ছবি নন্দনে শো পাবে? তা অদূর ভবিষ্যতেই জানা যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.