Advertisement
Advertisement
Mamata Banerjee

স্পেনে বসেই অরূপ বিশ্বাসের পুজো সুরুচি সংঘের থিম সং লিখলেন মুখ্যমন্ত্রী, সুরও দিলেন নিজেই

এদিন রাতেই বার্সেলোনা থেকে দুবাই রওনা দিচ্ছেন মমতা।

Mamata Banerjee writes theme song of Suruchi Sangha Durga Puja | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 20, 2023 9:45 pm
  • Updated:October 1, 2023 8:58 pm  

কুণাল ঘোষ, মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী: গত কয়েকবছরের মতো এবারও মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো সুরুচি সংঘের থিম সং লিখলেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্পেনে বসেই মমতা শুধু গান লিখলেন না, সুর দিয়ে প্রাথমিক রেকর্ডিংও শুনে নিলেন।

মনমুগ্ধকর অপূর্ব সেই গানের কলি ও সুরের গান শুনে বেজায় খুশি স্বয়ং মুখ‌্যমন্ত্রী। গানের প্রথম লাইন–‘মাগো তোমার এতো রূপ দেখিনি তো আগে..’। সুরুচি সূত্রে খবর, গত সাত-আটবছর ধরেই মুখ‌্যমন্ত্রী পুজোর থিম সং লিখছেন এবং সুর দিচ্ছেন। শুধু তাই নয়, মুখ‌্যমন্ত্রীর এই লেখা ও সুর দেওয়া গান সুরুচির হয়ে বিভিন্ন বছরে গেয়েছেন শ্রেয়া ঘোষাল, কুমার শানু, শান, জিৎ গঙ্গোপাধ‌্যায়, পলক মুচ্ছলের মতো বলিউডের শিল্পীরা।

Advertisement

[আরও পড়ুন: ‘জওয়ানি বের হবে থানায়’! সলমনের পোস্টার ছেড়ায় শাহরুখ-ভক্তদের শাস্তি পুলিশের]

নিউআলিপুর সুরুচি সংঘের পুজো কমিটির ৭০ বছরের থিম ‘মা তোর একই অঙ্গে এত রূপ…’। বর্ণময় মণ্ডপজুড়ে মায়ের নানা রূপের যেমন উপস্থিতি থাকবে তেমনই ‘পৃথিবীকে সুস্থ করতে’ প্ল‌্যাস্টিক বর্জন করে এবছরে সামাজিক সচেতনতার বার্তাও দিচ্ছে সুরুচি। পুজো কমিটির সম্পাদক স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, ‘‘সমাজের সর্বস্তরে প্লাস্টিক বর্জনের আহ্বান জানিয়ে এবছর পুজোয় বিশেষ প্রচার করা হবে। দূষণের করালগ্রাস থেকে শহরকে বাঁচাতে ‘প্লাস্টিক মুক্ত জনজীবন চাই’ বলে। তাই এবছর প্লাস্টিকের পরিবর্তে সুরুচিতে ব্যবহার করা হবে কাপড়ের ব্যানার। অবশ‌্য এজন‌্য পুজোর খরচ বাড়ছে প্রায় ৩২ থেকে ৩৫ শতাংশ।’’ পুজোর সভাপতি তথা রাজ্যের বিদ্যুৎ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ‘টিম-সুরুচি’ প্লাস্টিক বর্জনের ডাক দিয়ে যে এবার উৎসবের কলকাতায় ফের নতুন দিকনির্দেশ করবে তা এখনই বলছেন শহরবাসী।

[আরও পড়ুন: মার্কিন মুলুকেই মেয়েকে নিয়ে গণেশ পুজো প্রিয়াঙ্কার, ছোট্ট ‘গণু’কে জড়িয়ে আদুরে পোজ মালতির]

মন্ত্রীর দুর্গাপুজোয় (Durga Puja 2023) থিম সং এবার মুখ্যমন্ত্রী লিখলেন স্পেন থেকেই। এদিন রাতেই অবশ্য স্পেন ছাড়ছেন মুখ্যমন্ত্রী। বার্সেলোনা থেকে দুবাই রওনা দেবেন মমতা। বৃহস্পতিবার ভোরে তিনি পৌঁছে যাবেন দুবাই।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement