Advertisement
Advertisement
Durga Puja 2024

এবার তিনদিনেই শেষ দুর্গাপুজো! অষ্টমীর অঞ্জলি দেবেন কখন?

মাস পড়তেই মহালয়া!

Date and Timing of Durga Puja 2024
Published by: Kishore Ghosh
  • Posted:September 10, 2024 11:03 am
  • Updated:September 12, 2024 1:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মায়ের পুজো আসছে, জানান দেন সিদ্ধিদাতা ছেলে। গণেশ পুজোতেই সূচনা হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসবের। সেপ্টেম্বরের শুরুতেই যা ডিঙিয়েছে বাঙালি। সপ্তাহ খানেক বাদে বিশ্বকর্মা পুজো। ২২ দিন পর (২ অক্টোবর) মহালয়া। তারপরই বচ্ছরকার প্রতিক্ষার অবসান। পুজো (Durga Puja 2024) শুরু। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর পুরো নির্ঘণ্ট থেকে সন্ধিপুজোর সময়, কখন অঞ্জলি দেবেন—সবকিছু জেনে নিন এই প্রতিবেদনে।

মূল নির্ঘণ্টের আগে জেনে নিন এবার দেবী দুর্গার আগমন এবং গমন কীভাবে? তার ফল কী হবে। এবার দেবীর দোলায় আগমন। ফল—‘দোলায়াং মড়কং ভবেৎ’। অর্থাৎ বিভিন্ন রকম অশান্তি, বিশৃঙ্খলা, অশুভের আশঙ্কা থাকছে। অন্যদিকে দেবীর ঘোটকে গমন। ফল—‘ছত্রভঙ্গস্তুরঙ্গমে’। অর্থাৎ মড়ক, মহামারী, রোগ-ব্যধিতে বিপর্যস্ত হতে পারে মর্ত্যলোক অর্থাৎ আমাদের পৃথিবী।

Advertisement

 

 

[আরও পড়ুন: উৎসবেও ‘বিচার’ বার্তা, পুজোর ক্যানভাস জুড়ে এবার আর জি কর ছায়া]

আগেই বলা হয়েছে ২ অক্টোবর, বুধবার মহালয়া। তবে পুজো কিন্তু এবার তিনদিনেই শেষ। মহাষষ্ঠী ২৩ আশ্বিন, ৯ অক্টোবর, বুধবার। মহাসপ্তমী ২৪ আশ্বিন, ১০ অক্টোবর, বৃহস্পতিবার। মহাঅষ্টমী ২৫ আশ্বিন, ১১ অক্টোবর, শুক্রবার। উল্লেখ্য, গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী সন্ধিপুজো শুরু হবে সকাল ৬।২২।৫৮ সেকেন্ডে। বলিদানের নির্ঘণ্ট সকাল ৬।৪৬।৫৮ সেকেন্ডে এবং সন্ধিপুজো সমাপন হবে সকাল ৭।১০।৫৮ সেকেন্ডে। নিয়ম অনুযায়ী সন্ধিপুজো শুরুর আগে অবধি চলবে অঞ্জলি। মহানবমী ও দশমী পুজো ২৬ আশ্বিন, ১২ অক্টোবর। 

 

[আরও পড়ুন: পুজোর উপহার থেকেও বঞ্চিত বাংলা! এবার পদ্মার ইলিশ পাঠাবে না বাংলাদেশ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement