Advertisement
Advertisement

Breaking News

Special Tram Service For Durga Puja

Special Tram Service For Durga Puja: উৎসবের কলকাতায় বিশেষ ট্রাম, ১৫০ বছরের ‘বন্ধু’র সঙ্গেই সারুন পুজো পরিক্রমা

এবার পুজোয় ট্রামে চড়েই ঠাকুর দেখতে যেতে পারবেন আমজনতা।

Special Tram Service For Durga Puja: Puja Special Tram will grace the city with its beautiful interiors । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 6, 2023 8:29 pm
  • Updated:October 7, 2023 1:29 pm  

নব্যেন্দু হাজরা: ব্যস্ত জীবনে সময়ের অভাব। তাই ট্রামযাত্রার কথা যেন ভুলতে বসেছে তরুণ প্রজন্ম। তবে উৎসবের মরসুমে আপনার পুজো পরিক্রমার সঙ্গী হতে পারে ১৫০ বছরের পুরনো ‘বন্ধু’ই। কারণ, এবার দুর্গাপুজোয় ট্রাম(Special Tram Service For Durga Puja) নিয়েই বিশেষ উদ্যোগ পরিবহণ নিগমের। সঙ্গী ‘এশিয়ান পেন্টস’।

কী সেই উদ্যোগ? এবার পুজোয় ট্রামে চড়েই ঠাকুর দেখতে যেতে পারবেন আমজনতা। টালিগঞ্জ থেকে শুরু করে বালিগঞ্জ পর্যন্ত চলবে বিশেষ ট্রাম। তার ফলে দক্ষিণ কলকাতার অনেকগুলি ঠাকুরই দেখে ফেলা যাবে।
Tramপুজো স্পেশাল এই ট্রামটির রূপই অন্যরকম। প্রথম বগির দেওয়ালে থাকছে কুমোরটুলির ছবি। দুর্গা প্রতিমা তৈরির করা থেকে সিঁদুরখেলা, ধুনুচি নাচ, কাশফুল সবই রয়েছে ট্রামের প্রথম বগির দেওয়ালে। দ্বিতীয় বগিতে নানা রংয়ের আঁকিবুকিতে শহরের নানা ঐতিহ্য এবং সংস্কৃতির মেলবন্ধন।

Advertisement

Tram

[আরও পড়ুন: কামদুনি গণধর্ষণ ও খুনের ঘটনায় ২ জনের আমৃত্যু কারাদণ্ড, বেকসুর খালাস ৪]

ট্রামের বগিতে দেওয়া থাকবে আলপনা। ট্রামের ভিতরে মানানসই আবসাবপত্র। যা বেতের তৈরি।

Tram

বিলাসবহুল ট্রামের বগিতে আলোকসজ্জাও হবে অন্যরকম।

Tram

তবে বিশেষ ট্রামের সময়সূচি এখনও জানা যায়নি। ভাড়াই বা কত, তা-ও খোলসা করা হয়নি।

[আরও পড়ুন: হাই কোর্টের রায় শুনেই জ্ঞান হারালেন কামদুনির প্রতিবাদী মুখ মৌসুমী, হতাশ টুম্পাও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement