ঋতষ্মান দত্ত রায়: আমরা যখন সময়ের সিঁড়ি বেয়ে উঠতে থাকি, সময় নিজেও আমাদের পিছু নেয়। আমরা সময়কে যাপন করলেও সে কিন্তু একরাশ বিষাদভরা সুরাপাত্র মজুত করে মনের ভিতরে! ছোটবেলায় দুর্গাপুজো আসলেই স্কুল ছুটি পড়ে যেত। পাড়ার এদিক সেদিক সারা বছর যে জায়গাগুলো বঞ্চিত হয়ে পড়ে থাকত, পুজোর সময় তারা সেজে উঠত রঙিন জরি, কাপড়ে আর ধুনোর গন্ধে। মাঠের ধারে কাশফুল ফুটত।বাড়ি ফিরে দেখতাম, রঙিন কুমকুমের দানি হাতে মা সাজতে বসেছে। বাবা গুনে দেখে নিচ্ছে হিসাবের খাতা। আমার ভাগ্যে জুটত রোমাঞ্চ আর আনন্দমাখা এমন এক অনুভুতি, যা লিখে বোঝানো যায় না।
তখনও মহালয়ায় পুজো শুরু হওয়ার দিন আসেনি। এক ঢাউস ব্যাগ নিয়ে ষষ্ঠীর দিনে আমি আর মা চেপে বসতাম বাসে। পেতাম নতুন জামার গন্ধ। আনন্দের গন্ধ। মামার বাড়ির পাড়ায় বেশ ধুমধাম করে পুজো হত। মনে আছে, পাড়ায় ঢুকতেই বোধনের শব্দ পেতাম। পেরিয়ে আসতাম টুকাইদের বাড়ি। পল্টুমামাদের বাড়ি। রিক্সাটা লেন পেরোলেই মূর্ত সময়ের মতো দাঁড়িয়ে থাকতো সামাদ চাচা। তার সামনে ছোট্ট একটা ঠেলা। তাতে সিলিন্ডার লাগানো। সরু হ্যান্ডেলের উপর সুতো ভরা হলুদ–লাল–সবুজ গ্যাস বেলুন। দশ–বিশ টাকার ভার তখনও আমাদের শৈশব সইতে শেখেনি। কাজেই মামার কাছে আবদার আর রঙিন গ্যাস বেলুন প্রথমবারের জন্য ছুঁয়ে দেখা।
সপ্তমী আসলে মামির সুতোর কার্টন থেকে সুতো নিয়ে আরও উপরে উড়িয়ে দিতাম বেলুনগুলোকে। সেই বয়েসে মুক্তিটাই প্রাথমিক অভিব্যক্তি কিনা! মনে আছে, বেলুনগুলো কেমন করে যেন পেঁজা আকাশের মধ্যে মিশে যেত। অষ্টমী আসলে ঘরের সিলিংয়ে জড়িয়ে থাকত বেলুন। রাতেরবেলা তাদের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতাম। আওড়াতাম- “ব্রহ্মা দিয়েছেন পদ্ম, বিষ্ণু দিয়েছেন চক্র..”। এরপর নবমী এলে ঢাকের আওয়াজ চওড়া হত, সামাদ চাচার বিক্রিও বাড়ত নিয়ম করে। রং-বেরংয়ের পোশাকের দলে হারিয়ে যেত রং-বেরংয়ের গ্যাস বেলুন। আগুনপাখি যেন! রাতে মামারবাড়িতে ফিরে দেখতাম, কোনও এক অজানা কারণে এক-আধটা বেলুন ছাড়া পাওয়া সাহসী পাখির মতো কোথায় যেন উড়ে গিয়েছে! নবমীর দিন ওই প্রথম কান্নার অবগাহন।
প্রতিবার দশমীতে একটা নির্ভেজাল বিষাদময়তা ঘিরে থাকত। রক্তপলাশ আবির–সিঁদুর মেখে মা যখন গঙ্গার দিকে চলেছে, তখন সেই থেমে থাকা সময়টা তার পিছু নিত, মনে আছে। পরদিন সবাই যখন পরের বছর ফিরে আসার নিস্পন্দন প্রতিজ্ঞা করত, তখন আমাকে সকালবেলার কয়লার গন্ধ চেপে ধরত, ঘিরে থাকত আরও একরাশ স্তব্ধতা। দেখতাম বেলুনগুলো নিচে পড়ে রয়েছে। তাদের আর ওড়ার শক্তি নেই, হয়তো বা প্রয়োজনও নেই। তারা বিদায় সয়ে সয়ে আজও বিদায়ের গান গায়!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.