Advertisement
Advertisement

Breaking News

Yuvraj Singh

এই বিলাসবহুল ভিলা বেআইনিভাবে ভাড়া দিচ্ছেন যুবরাজ! দেখুন অন্দরমহলের ছবি

বেআইনি কাজের জন্য নোটিস ধরানো হয়েছে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারকে।

আইনি বিপাকে যুবরাজ সিং। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারকে আইনি নোটিস ধরাল গোয়া পর্যটন বিভাগ।

আসলে গোয়ায় নিজের বিলাসবহুল ভিলাটি হোমস্টে হিসেবে ভাড়া দিচ্ছেন যুবি। কিন্তু সে রাজ্যের পর্যটন দপ্তরের অভিযোগ, রেজিস্ট্রেশন ছাড়াই হোমস্টে হিসেবে ভিলাটি ভাড়া দেওয়া হচ্ছে।

এই কারণেই তাঁকে নোটিস দেওয়া হয়েছে। আগামী ৮ ডিসেম্বর তাঁকে শুনানিতে হাজিরা দিতে হবে।

পর্যটন দপ্তরের ডেপুটি ডিরেক্টর রাজেশ কালে গত ১৮ নভেম্বর নোটিসটি দেন। যেখানে বলা হয়েছে, দক্ষিণ গোয়ার মোর্জিম এলাকায় যুবরাজ সিংয়ের যে ভিলাটি আছে, হোমস্টে হিসেবে অনলাইনে তার বিজ্ঞাপন দেওয়া হয়েছে। তাও বেআইনি ভাবে।

গোয়ার রেজিস্ট্রেশন আইন অনুযায়ী, হোমস্টে কিংবা হোটেল হিসেবে কোনও ব্যক্তিগত সম্পত্তি ভাড়া দিতে হলে, পর্যটন দপ্তরের লিখিত অনুমতি লাগবে। রেজিস্ট্রেশনের পরই এই সংক্রান্ত বিজ্ঞাপন দেওয়া যাবে। কিন্তু যুবি তা করেননি।

নোটিসে যুবিকে লেখা হয়েছে, আইনভঙ্গের জন্য কেন তাঁকে জরিমানা করা হবে না, তার ব্যাখ্যা দিতে। ৮ ডিসেম্বর সকাল ১১টার মধ্যে হাজিরা দিতে হবে তাঁকে।

এর আগে নিজের সোশ্যাল অ্যাকাউন্টে যুবি জানিয়েছিলেন, এই ভিলাতেই নিজের আত্মীয় পরিজনদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন তিনি। নেটমাধ্যমে রয়েছে তাঁর ভিলার ছবিও।

বিলাসবহুল এই ভিলার ব্যালকনিতে বসেই মনোরম পরিবেশ দেখতে দেখতে কাটয়ে দেওয়া যাবে ঘণ্টার পর ঘণ্টা। তবে যুবি নোটিস পাওয়ায় আদৌ সাধারণ মানুষ তা ভাড়া নিয়ে থাকতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েই গেল।