চেন্নাইয়ে ভারতের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। চেন্নাইতেই অনুশীলন পুরোদমে শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। গতকাল সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ছিল না। বৃহস্পতিবার অবশ্য সেই বাধানিষেধ ছিল না। কোচ রাহুল দ্রাবিড়ের কড়া নজরে অনুশীলন সারল ভারতীয় দল। ভারতের প্র্যাকটিস জার্সির রং বদলে গেল। কমলা রঙের জার্সি পরে অনুশীলন করতে দেখা যায় টিম ইন্ডিয়াকে। চেন্নাইয়ে গরম বেশি। রোদের তাপও বেশি। সেই কথা মাথায় রেখেই কমলা জার্সিতে মাঠে নামেন রোহিতরা।
ছবিতে বিরাট কোহলির সঙ্গে হার্দিক পাণ্ডিয়া। হার্দিক পাণ্ডিয়া এই ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। তাঁর অলরাউন্ড ক্ষমতা কাজে লাগাবেন রোহিত শর্মা।
প্যাড ছাড়াই থ্রোডাউন সামলালেন বিরাট কোহলি। এবারের বিশ্বকাপে রোহিত শর্মার হাতের আসল তাস। ভারতকে ভালো কিছু করতে হলে কোহলির ব্যাটকে কথা বলতেই হবে। নেটে শামি-হার্দিক বল করলেন কোহলিকে। জাদেজার বলে স্কোয়ার কাট মারতে গিয়ে ফস্কালেন বিরাট। নিজেকে আবার তৈরি করে হার্দিকের বলে বিরাট কভার ড্রাইভ মারলেন কোহলি। কুলদীপকে লং অনের উপর দিয়ে ছক্কা হাঁকালেন।
অনুশীলনে হার্দিক বল করলেন নেটে, বাউন্সার দিলেন, ব্যাটারদের পরীক্ষা নিলেন, তেমনই নিজেও ব্যাটিং অনুশীলন সেরে নিলেন। থ্রো ডাউন সামলালেন। কোহলি দেখছেন হার্দিকের অনুশীলন।
হাতের তালুর মতো চিপককে চেনেন রবিচন্দ্রন অশ্বিন। চেন্নাইয়ে স্ট্রেট ব্যাটে শট খেলেন তিনি। তিরুঅনন্তপুরমে অবশ্য তুলে শট মারার অনুশীলন করেছিলেন অশ্বিন। নেটে বোলিং অনুশীলন সারলেন অশ্বিন। তাঁকে নিয়ে স্বপ্ন দেখছেন প্রাক্তন ক্রিকেটাররা।
অনুশীলনে ফুটবল খেলতে দেখা গেল দলের অধিনায়ক রোহিত শর্মাকে। রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ এবং শার্দূল ঠাকুরকে নেটে খেললেন ভারত অধিনায়ক। সিরাজের বলে বারদুয়েক ঠকেও যান রোহিত। কিন্তু তার পরে নিজের দক্ষতা দেখান হিটম্যান। ১৫ মিনিটের মতো থ্রোডাউনও সামলান হিটম্যান।
ছবিতে শামি ও বুমরাহ। নেটে বল হাতে বিষ ঢাললেন মহম্মদ শামি। তাঁর বলে ঠকে যান কোহলির মতো ব্যাটসম্যানও। শ্রেয়স আইয়ারকে বাউন্সার দিকে অপ্রস্তুত করে দেন শামি। বল করার পাশাপাশি ব্যাটিং অনুশীলনও করেন বুমরাহ। ব্যাট হাতে স্লগ করার পাশাপাশি ডিফেন্স করতেও দেখা যায় বুমরাহকে।
ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় প্র্যাকটিস করালেন কোহলিকে। দ্রাবিড় নিজে টেনিস বল দিয়ে বাউন্সার দেন শ্রেয়স আইয়ারকে। রোহিত শর্মা-বিরাট কোহলির পাশাপাশি কোচ রাহুল দ্রাবিড়েরও কিন্তু বড় পরীক্ষা।
চোট সারিয়ে জাতীয় দলে ফেরার পরে ভালো ছন্দে রয়েছেন লোকেশ রাহুল। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ব্যাট কথা বলেছে। হাঁকিয়েছেন সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও ভালো ব্যাটিংই করেছেন তিনি। বিশ্বকাপে রোহিতকে স্বস্তি দিতে পারে রাহুলের ব্যাট।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.