Advertisement
Advertisement

Breaking News

Winter

শীতের ঝোড়ো ইনিংস শুরু বঙ্গে, ছুটির দিনে শহরের পথে কচিকাঁচাদের হুল্লোড়

আবহাওয়া পরিবর্তনে শরীর খারাপের সম্ভাবনা বেশি, তাই সাবধান।

বঙ্গোপসাগরে জলীয় বাষ্প প্রবেশ গত কয়েকদিনে ঊর্ধ্বমুখী ছিল তাপমাত্রার পারদ। তবে রবিবার সকাল থেকেই শীতের আমেজ। ছবি: অরিজিৎ সাহা

রবিবার ভোর থেকেই কলকাতা, সংলগ্ন জেলা-সহ গোটা রাজ্যেই শীতের আমেজ। এমন আবহে বাবা-মায়ের কোলে চেপে বেড়াতে পরে ছিল কচিকাচারা। ছবি: অরিজিৎ সাহা

সকাল থেকেই কুয়াশায় মুড়েছিল পথঘাট। তবে বেলা বাড়তেই পরিষ্কার হয়েছে আকাশ। ভিড় জমেছিল ময়দান চত্বরে। ছবি: অরিজিৎ সাহা

রঙিন জামাকাপড় পরে কলকাতা ঘুরতে বেরিয়েছিল খুদেরাও। তবে আবহাওয়া পরিবর্তনে শরীর খারাপের সম্ভাবনা বেশি থাকে। তাই বেলা বাড়লেও মোটা জামা কাপড়ে মুড়েছিল খুদেরা। ছবি: অরিজিৎ সাহা

অবশেষে বাধাহীনভাবে ফের প্রবেশ করছে উত্তুরে হাওয়া। ডিসেম্বেরের দ্বিতীয় সপ্তাহে শীত আরও বাড়বে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। ছবি: অরিজিৎ সাহা

সোমবারও আকাশ পরিষ্কার থাকবে।বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ছবি: অরিজিৎ সাহা