বঙ্গোপসাগরে জলীয় বাষ্প প্রবেশ গত কয়েকদিনে ঊর্ধ্বমুখী ছিল তাপমাত্রার পারদ। তবে রবিবার সকাল থেকেই শীতের আমেজ। ছবি: অরিজিৎ সাহা
রবিবার ভোর থেকেই কলকাতা, সংলগ্ন জেলা-সহ গোটা রাজ্যেই শীতের আমেজ। এমন আবহে বাবা-মায়ের কোলে চেপে বেড়াতে পরে ছিল কচিকাচারা। ছবি: অরিজিৎ সাহা
সকাল থেকেই কুয়াশায় মুড়েছিল পথঘাট। তবে বেলা বাড়তেই পরিষ্কার হয়েছে আকাশ। ভিড় জমেছিল ময়দান চত্বরে। ছবি: অরিজিৎ সাহা
রঙিন জামাকাপড় পরে কলকাতা ঘুরতে বেরিয়েছিল খুদেরাও। তবে আবহাওয়া পরিবর্তনে শরীর খারাপের সম্ভাবনা বেশি থাকে। তাই বেলা বাড়লেও মোটা জামা কাপড়ে মুড়েছিল খুদেরা। ছবি: অরিজিৎ সাহা
অবশেষে বাধাহীনভাবে ফের প্রবেশ করছে উত্তুরে হাওয়া। ডিসেম্বেরের দ্বিতীয় সপ্তাহে শীত আরও বাড়বে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। ছবি: অরিজিৎ সাহা
সোমবারও আকাশ পরিষ্কার থাকবে।বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ছবি: অরিজিৎ সাহা
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.