চারদিক সাদা। গাছপালা থেকে রাস্তাঘাট মুড়ে গিয়েছে বরফে। কেউ যেন সাদা চাদর বিছিয়ে দিয়েছে এলাকাজুড়ে। তুষারপাতের পর যেন শ্বেতশুভ্র অলংঙ্কারে সেজেছে ভূস্বর্গ। এই নৈসর্গিক দৃশ্যের সাক্ষী পর্যটকেরা।
তুষারপাত চলছে উত্তর ভারতের বিভিন্ন অংশে। তা দেখতে ভিড় পর্যটকদের। তারিয়ে তারিয়ে উপভোগ করছেন সকলে।
তুষারপাত উপভোগ করতে ছাড়ছেন না কেউই। বরফপাতের মধ্যেই বাইরে বেরিয়ে পড়েছেন অনেকে। বাচ্চা থেকে বড়ো সকলেই খুশিতে মেতেছে।
বাড়িঘর মুড়ে গিয়েছে বরফে। পর্যটকদের ভিড় হলেও খুব দরকার না হলে বাড়ির বাইরে বেরচ্ছেন না স্থানীয়রা।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকালেও বছরের প্রথম তুষারপাত হয়েছে সিকিমের লাচেনে। তুষারপাতের পর উচ্ছ্বসিত এখানকার পর্যটকরা।
অনেকে গাড়ি থামিয়ে ছবি তোলেন, ভিডিও করেন। এমনকী বাড়িতে প্রিয়জনকে ভিডিও কলেও তুষারপাত দেখান।
এদিকে পাহাড়ে তুষারপাত হলে দূষণে কার্যত নাজেহাল দিল্লি ও পার্শ্ববর্তী শহর আগ্রা। কুয়াশার চাদরে ডেকে গিয়েছে তাজমহল।
দূষণ ও ঠান্ডা দুই মিলিয়ে বিপাকে পড়ছেন সেখানকার বাসিন্দারা।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.