Advertisement
Advertisement

Breaking News

Miss Universe Harnaaz Sandhu

Miss Universe 2021: ছোট থেকে মডেলিংই নেশা, মিস ইউনিভার্স হরনাজ সান্ধুর অনুপ্রেরণা কে?

মিস ইউনিভার্স খেতাব জয়ের পরই 'চক দে ফাট্টে' বলে চিৎকার করে ওঠেন হরনাজ।

১০

পাঞ্জাবের চণ্ডীগড়ের মধ্যবিত্ত পরিবারের মেয়ের হাত ধরে নয়া ইতিহাসের সাক্ষী ভারত। ২১ বছর পর মিস ইউনিভার্স খেতাব দেশে আনলেন হরনাজ সান্ধু।

১০

সুস্মিতা সেন, লারা দত্তের পর মুকুট উঠল ২১ বছর বয়সি হরনাজ সান্ধুর মাথায়।

১০

পড়াশোনার পাশাপাশি মডেলিং বরাবর টানত তাঁকে। গ্ল্যামার দুনিয়ার হাতছানিতে সাড়া দিয়ে মাত্র ১৭ বছর বয়সে মডেলিং শুরু করেন হরনাজ।

১০

মডেলিংয়ের পাশাপাশি খেলাধুলো করতে ভালবাসেন হরনাজ। সময় পেলে ঘোড়া চড়েন। সাঁতার কাটা পছন্দ করেন মিস ইউনিভার্স।

১০

২০১৯ সালে ফেমিনা মিস ইন্ডিয়া পাঞ্জাব হন তিনি। ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৯-এ গোটা দেশে দ্বাদশ স্থান দখল করেন হরনাজ।

১০

তাঁর ঝুলিতে রয়েছে মিস ডিভা ২০২১-এর শিরোপাও।

১০

গত মাসে ইজরায়েলে রওনা হন হরনাজ। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে নিজেকে 'শেরনি' আখ্যা দিয়েছিলেন ভারতীয় কন্যা।

১০

ভারতীয় কন্যা হরনাজকে মিস ইউনিভার্সের মঞ্চে এই প্রজন্মের তরুণীদের চাপ সামলানোর কৌশল সম্পর্কে জানতে চাওয়া হয়। আত্মবিশ্বাসই জয়ের মূল শর্ত বলেই শেষ প্রশ্নের জবাবে বাজিমাত করলেন ভারতীয় কন্যা।

১০

মিস ইউনিভার্স খেতাব জয়ের পরই 'চক দে ফাট্টে' বলে মাতৃভাষায় চিৎকার হরনাজের।

১০ ১০

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যোগদান করার অনুপ্রেরণা কে জোগালেন? সে প্রশ্নের উত্তর এখনও তিনি দেননি। তবে হরনাজের পুরনো ইনস্টাগ্রাম পোস্ট অনুযায়ী, নিজের চিকিৎসক মা তাঁর অনুপ্রেরণা। মা-ই হলেন সাফল্যের সোপান।