Advertisement
Advertisement

Breaking News

Mohini Dey

রহমানের সঙ্গে নাম জড়িয়ে খবরে কলকাতার মেয়ে মোহিনী দে, দেখে নিন তাঁর বোল্ড অবতার

গুঞ্জনপাড়ায় রহমান ও মোহিনীকে নিয়ে পরকীয়ার ছক!

সবাইকে চমকে দিয়ে বুধবার সায়রা বানুর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। ২৯ বছরের দাম্পত্যে হঠাৎ কেন ইতি টানলেন, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে এরই মাঝে রহমানের সঙ্গে জুড়ল বাংলার মেয়ে মোহিনীর নাম!

রহমানের এই ডিভোর্স ঘোষণার কয়েকঘণ্টা পরেই তাঁর সহশিল্পী গিটার বাদক মোহিনী দে-ও সোশাল মিডিয়ায় স্বামী মার্কের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন। ব্যস, সঙ্গে সঙ্গেই গুঞ্জনপাড়ায় রহমান ও মোহিনীকে নিয়ে পরকীয়ার ছক! তা কে এই মোহিনী? যাঁকে নিয়ে এত হট্টগোল

মোহিনী দে কলকাতার মেয়ে। বয়স মাত্র ২৯। জনপ্রিয় বেসিস্ট হিসেবে কলকাতায় বহুদিন আগে থেকেই পরিচিত। তাঁর নিজেরও একটি ব্যান্ড রয়েছে, তবে রহমানের সঙ্গেও তিনি পারফর্ম করেন।

গান বাংলা এস উইন্ড অব চেঞ্জের মাধ্যমে তিনি জনপ্রিয়তা পান। রহমানের সঙ্গে বিশ্বজুড়ে প্রায় ৪০ টি শোতে পারফর্ম করেছেন।

মোহিনী তাঁর ডিভোর্স ঘোষণা করে লিখেছিলেন, ''হৃদয়ে খুবই বেদনা নিয়ে এটা জানাচ্ছি, যে মার্ক এবং আমি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। এই বিচ্ছেদ একেবারেই দুজনের সিদ্ধান্ত। দুজনে আলাদা হলেও, আমরা খুব ভালো বন্ধু থাকব। এবং মার্কের সঙ্গে কাজেও যুক্ত থাকব।''

মোহিনী এই পোস্টে আরও লেখেন, ''আমরা দুজনেই মিলে অনেকগুলো প্রোজেক্টে কাজ করছি। সেটা সফলভাবেই শেষ হবে। আমাদের এই সিদ্ধান্তকে সম্মান জানান আপনারা, এটাই সবার কাছে চাইবো।”