Advertisement
Advertisement
School Reopening

করোনা আর প্রখর দাবদাহের চোখ রাঙানি এড়িয়ে রাজ্যে খুলল স্কুল, খুশি কচিকাঁচারা

স্কুল খুললেও মানা হচ্ছে স্বাস্থ্যবিধি।

করোনার থাবায় কেটে গিয়েছে দুই বছরেরও বেশি সময়। তার পরেই গরমের চোখ রাঙানিতে বন্ধ হয়ে গিয়েছিল স্কুল। সোমবার ফের স্কুলের দরজা খুলে গেল পড়ুয়াদের জন্য।

২ মে থেকে বন্ধ ছিল স্কুল। এতদিন পরে স্কুলে যাওয়ার আনন্দে সাইকেলে চেপে রওনা দিল খুদে পড়ুয়া।

চলতি বছরের শুরুর দিকে স্কুল খুললেও ফের বন্ধ করে দিতে হয়েছিল। সোমবার আবার ফিরে এল সেই চেনা ছবি। একসঙ্গে লাইন দিয়ে স্কুলে ঢুকছে পড়ুয়ারা।

তবে স্বাস্থ্যবিধি মানতে ভোলেনি কেউই। স্কুলে ঢোকার আগে হাতে স্যানিটাইজার দেওয়া হল পড়ুয়াদের। বেশিরভাগের মুখেই ছিল মাস্ক।

দীর্ঘদিন বাড়িতে একা একা পড়াশোনা করতে হয়েছে। তাই বন্ধুদের পেয়ে উচ্ছ্বসিত সকলেই।

স্কুল মানেই বন্ধুদের সঙ্গে আড্ডা। এতদিনের ছুটিতে জমে থাকা কথা বলতে ব্যস্ত স্কুলপড়ুয়ারা।