দিঘা থেকে ফিরেই রাস্তা নামকরণের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডুমুরজলা হেলিপ্যাডে নেমে হেঁটেই মঞ্চে পৌঁছন তিনি।
হাওড়ার ড্রেনেজ ক্যানাল রোড শৈলেন মান্নার নামে করার নির্দেশ আগেই দেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ওই রাস্তার নামকরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি।
রাস্তার দুপাশে সৌন্দর্যায়নের কথা বলেন মমতা। স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন স্টল বসানোর কথাও বলেন।
বেশ কয়েকটি স্টল ইতিমধ্যেই বসেছে। সেগুলি ঘুরে ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। স্টলে থাকা বিভিন্ন জিনিসপত্রও দেখেন তিনি।
এছাড়া ওই রাস্তার আশেপাশে ট্রাম লাইব্রেরি, রেস্তরাঁ ও শিশুদের খেলার জায়গা থাকবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
২০১৫ সালের জুনে হাওড়া পুরনিগম বিজ্ঞপ্তি জারি করে ড্রেনেজ ক্যানাল রোড পাঁচজনের নামে হওয়ার কথা জানানো হয়। কথা হয়েছিল ভোলানাথ চক্রবর্তী সরণি, কানাইলাল ভট্টাচার্য সরণি, অসিত বন্দ্যোপাধ্যায় সরণি, নরেশ দাশগুপ্ত সরণি এবং জ্ঞান সেন সরণি নামে চিহ্নিত হয় রাস্তার বিভিন্ন অংশ। ইস্ট-ওয়েস্ট রোডের নাম শৈলেন মান্না সরণি হিসাবে ঠিক করা হয়। গত মঙ্গলবার দিঘা যাওয়ার পথে রাস্তার নয়া নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.