অন্যান্য বছরের মতো এবারও শহরের পুজোগুলিতে মণ্ডপে গিয়ে গিয়ে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তবে শহরের বাইরের পুজোগুলির উদ্বোধন ভারচুয়ালি করেন তিনি।
হাতিবাগান সর্বজনীন, সেলিমপুর পল্লি, বাবুবাগান, ৯৫ পল্লির মণ্ডপ উদ্বোধন করেন মমতা।
যোধপুর পার্ক সর্বজনীনের মণ্ডপ উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
চেতলা অগ্রণীতে প্রতিমার চক্ষুদানও করেন তিনি। উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম-সহ অনেকেই।
তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা'র উৎসব সংখ্যার প্রকাশও করেন মমতা। উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভন চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, কুণাল ঘোষ-সহ আরও অনেকেই।
'জাগো বাংলা'র উৎসব সংখ্যার প্রকাশের অনুষ্ঠান মঞ্চ থেকে কেন উৎসব, সেই ব্যাখ্যা দেন মমতা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের গানের অ্যালবামও প্রকাশিত হয়। জানান, এবারের পুজোয় তাঁর ১০টি গান প্রকাশিত হল।
মমতার কথায়, "সরকারি বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে আমি একটা করে গান লিখি। সেগুলো বাদ দিয়ে সংখ্যাটা ১৩০।"
দেবীপক্ষের সূচনার দিনে মমতার একটাই প্রার্থনা, "দেবীপক্ষ শুরু হচ্ছে, মা সবাইকে ভাল রাখুন। সকলকে সুস্থ রাখুন।"
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.