কপ্টার নয়, একেবারে আমজনতার মতো ট্রেনে চড়ে মালদহ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার বিকেলে সরাইঘাট এক্সপ্রেসে হাওড়া স্টেশন থেকে রওনা দেন মুখ্যমন্ত্রী।
হাওড়া স্টেশনে মমতার সঙ্গে ছিলেন রাজ্য়ের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
বৃহস্পতিবার মালদহে 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচিতে যোগ দেবেন মমতা। থাকবেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়ও।
তৃণমূলের জনসংযোগের একই মঞ্চে দেখা যাবে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করেই জনসংযোগে জোর দিয়েছে রাজ্যের শাসক দল।
আমজনতার সমস্যা-ভালমন্দ জানতেই নবজোয়ার কর্মসূচি অভিষেকের। সেখানেই যোগ দেবেন মুখ্যমন্ত্রীও।
ট্রেনে চড়ে মালদহ যাওয়ার পথে বোলপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.