Advertisement
Advertisement
Mamata Banerjee

রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মমতা, প্রথমবার কুচকাওয়াজে চা শ্রমিকরা

দেখুন রেড রোডের অনুষ্ঠানের ছবি।

স্বাধীনতা দিবসে রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পতাকা উত্তোলন করেন তিনি। ছবি: পিন্টু প্রধান।

শহিদ স্মারকে মাল্যদানের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে গার্ড অফ অনার দেওয়া হয়। ছবি: পিন্টু প্রধান।

অনুষ্ঠানে চার শীর্ষ আধিকারিককে পুলিশ পদকে সম্মানিত করা হয়। বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ, ডিআইজি সিকিউরিটি আভারু রবীন্দ্রনাথ, ডিসি নর্থ ইন্দিরা মুখোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীর দপ্তরের ওএসডি দায়িত্বপ্রাপ্ত দেবজ্যোতি দাসকে সম্মানিত করা হয়। মুখ্যমন্ত্রী তাঁদের হাতে পুরস্কার তুলে দেন। ছবি: পিন্টু প্রধান।

রেড রোডের কুচকাওয়াজে চা-বাগানের শ্রমিকদের উপস্থিতি এবারই প্রথম। তবে ছিল না কোনও ট্যাবলো। ছবি: পিন্টু প্রধান।

সবুজসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার-সহ সরকারি নানা প্রকল্পের ট্যাবলো দেখা যায় রেড রোডে। ছবি: পিন্টু প্রধান।

সম্প্রীতিই ঐক্য, ট্যাবলোর মাধ্যমে তা তুলে ধরা হয়। ছবি: পিন্টু প্রধান।

বাংলার দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেসকো। এদিনের ট্যাবলোতে ছিল শারদোৎসব। ছবি: পিন্টু প্রধান।