আমন্ত্রণে সাড়া দিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পথে রওনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শিরোনাম ‘সামাজিক উন্নয়ন- বালিকা, শিশু এবং নারীর ক্ষমতায়ন’। নিজস্ব চিত্র
বাসে বেশ খোশমেজাজেই ধরা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সারা রাস্তা বাসে বাংলা গানের উৎসব চলে। তাঁর অনুরোধে পরপর গান গান সাংবাদিকরা। রবীন্দ্রসঙ্গীত থেকে অতুলপ্রসাদ, আধুনিক, সবরকম গানেই জমে ওঠে সফর। নিজস্ব চিত্র
অক্সফোর্ডে পৌঁছনোর পর মুখ্যমন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান স্কলার শাহনওয়াজ আলি রায়হান। নিজস্ব চিত্র
বিশ্রামের জন্য মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় র্যান্ডল্ফ হোটেলে। তার লবিতেই রাখা ছিল শতাব্দী প্রাচীন পিয়ানো। ১৮৮৭ সালের প্রাচীন পিয়ানোতে 'প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে', 'উই শ্যাল ওভারকাম', 'পুরানো সেই দিনের কথা' সুর ধরলেন মমতা। নিজস্ব চিত্র
অক্সফোর্ডের তরফে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দ্রষ্টব্য স্থান ঘুরে দেখানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। নিজস্ব চিত্র
অক্সফোর্ডেই শুটিং হয়েছিল হ্যারি পটারের। সেই শুটিং হলে যান মুখ্যমন্ত্রী। নিজস্ব চিত্র
অক্সফোর্ডে ভারত বিষয়ক ফ্যাকাল্টির ছাত্রছাত্রী এবং গবেষকদের সঙ্গে একান্ত বৈঠক করছেন মুখ্যমন্ত্রী। নিজস্ব চিত্র
ইন্ডিয়ান ইন্সিটিউট থেকে কেলগ কলেজে যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগ দেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজস্ব চিত্র
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.