Advertisement
Advertisement

Breaking News

Virushka

Virushka: ষষ্ঠ বিবাহবার্ষিকী বিরাট-অনুষ্কার, নতুন অঙ্গীকারে মনের আরও কাছাকাছি সেলিব্রিটি দম্পতি

দেখুন ভালোবাসায় ভরা ছ'বছরের নানা মুহূর্ত।

১১

দুই তারকার প্রথম আলাপ হয়েছিল একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। সেখান থেকেই প্রেমপর্ব শুরু।

১১

এর পর বিরাট ও অনুষ্কাকে একাধিক বিজ্ঞাপনে দেখা গিয়েছে। ভারতের বিজ্ঞাপনের জগতে তাঁরা দুজন অন্যতম সেরা ব্র্যান্ড।

১১

বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর, ২০১৭ সালে ইটালির টাস্কানি শহরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিরাট ও অনুষ্কা।

১১

ভারতের সংবাদমাধ্যমকে এড়িয়ে শুধু দুই পরিবার ও কিছু ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হয়েছিল।

১১

এর পর দেশে ফিরে মুম্বই ও দিল্লি বিশাল রিসেপশন দিয়েছিলেন তারকা দম্পতি। সেখানে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ একাধিক সেলিব্রেটি।

১১

দুজনই নিজের কর্মজীবনে ব্যস্ত। তবে সুযোগ পেলেই দেশে-বিদেশে ঘুরে বেড়ান বিরাট ও অনুষ্কা।

১১

২০২০ সালের আগস্ট মাসে বিরাট ও অনুষ্কা ঘোষণা করেন যে তাঁদের সংসারে নতুন অতিথি আসতে চলেছে।

১১

এর পর ২০২১ সালের ১১ জানুয়ারি তাঁদের প্রথম সন্তান জন্ম নেয়। মেয়ের নাম ভামিকা। কোলের একরত্তি হলেও ভামিকা কিন্তু দেশ-বিদেশের অনেক শহর ঘুরে ফেলেছে।

১১

নতুন বছরের ১১ জানুয়ারি ভামিকা তিন বছরে পা দেবে। তবে ব্যক্তিগত কারণে এই দম্পতি তাঁর সন্তানের মুখ দেখাতে রাজি নন।

১০ ১১

দুজনেই প্রবলভাবে ঈশ্বর বিশ্বাসী। বিশেষভাবে বিরাট। মাঠে আগ্রাসী মেজাজে থাকলেও সুযোগ পেলেই অনুষ্কাকে নিয়ে কখনও হৃষিকেশ, আবার মহাকালেশ্বর মন্দিরেও চলে গিয়েছেন।

১১ ১১

বাইশ গজের যুদ্ধে লড়াকু মেজাজে থাকা বিরাটকে সবসময় সমর্থন করেন অনুষ্কা। টিম ইন্ডিয়ার ম্যাচ থেকে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, একাধিক ম্যাচে এমন ছবি দেখা গিয়েছে।