Advertisement
Advertisement

Breaking News

vicky kaushal

তৃপ্তিকে ২৭ সেকেন্ড ধরে চুমু ভিকি কৌশলের! জানেন কার আদেশে?

শুক্রবার মুক্তি পাচ্ছে ভিকি ও তৃপ্তির 'ব্যাড নিউজ'।

'ব্যাড নিউজ' ছবির এক গানেই উত্তাপ ছড়িয়ে দিয়েছেন তৃপ্তি দিমরি ও ভিকি কৌশল। অনুরাগীরা বলছে এই জুটি আগুল লাগাবে পর্দায়। তবে জানেন কি? তৃপ্তি ও ভিকির এই মাখো মাখো সম্পর্কের নেপথ্যে কে?

ভিকি-তৃপ্তির ব্য়াড নিউজ ছবির প্রযোজক করণ জোহর। আর করণের কথাতেই নাকি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে রাজি হয়েছেন ভিকি ও তৃপ্তি।

সূত্রের খবর, ভিকি ও তৃপ্তির জানাম গানটির কোরিওগ্রাফ করেছেন করণ নিজে হাতে। আর করণের কথাতেই নাকি ২৭ সেকেন্ড ধরে তৃপ্তির ঠোঁটে ঠোঁট রাখেন ভিকি!

‘জানাম’ গানের ঝলক দেখে নেটপাড়ার নীতিপুলিশেরা রে রে করে উঠেছিলেন। ভিকির সঙ্গে স্বল্পবসনা তৃপ্তিকে জলকেলিতে মত্ত দেখা গিয়েছে। যেমন শার্টলেস ভিকি, তেমনই নীল বিকিনিতে ঝড় তুলেছেন তৃপ্তি।

নেটপাড়ার ফোড়ন, ‘আমি হলে সহ্য করতাম না!’ কেউ বা আবার ক্যাটরিনাকে নিয়ে উসকানিমূলক মন্তব্য করলেন, ‘বোন ক্যাটরিনা কী করে সহ্য করছেন আপনি?’

কারও বা আবার ভিকির উদ্দেশে প্রশ্ন, ‘ক্যাটরিনার ভয় নেই, বউ ধরে মারবে।’ নেটপাড়ার একাংশের আবার রসিকতা করেই মন্তব্য, ‘ক্যাটরিনা বোধহয় হুমকি দিয়েছেন, তুমি বাড়ি ফেরো, তারপর বলছি!…’।