টানা বৃষ্টি জেরে রাজ্যের বিভিন্ন প্রান্ত জলমগ্ন। এদিকে জল ছাড়ছে ডিভিসি। ফলে বৃষ্টি কমলেও নতুন করে জলের তলায় ডুবছে একাধিক এলাকা। উলুবেড়িয়া থেকে ভাতার অনেক জায়গা জল বাড়ায় দুর্যোগের মুখে পড়েছেন বাসিন্দারা।
ডিভিসির ছাড়া জলে শনিবার রাতে মুণ্ডেশ্বরী নদীর উপরে থাকা চারটি বাঁশের সেতু ভেঙে পড়ে। ফলে হাওড়ার মূল ভূখণ্ড থেকে হাওড়ার দ্বীপাঞ্চল ভাটোরা এবং ঘোড়াবেড়িয়া চিতনান গ্রাম পঞ্চায়েত কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কাটোয়ার শ্রীরামপুর গ্রামে জলবন্দি প্রায় ৫০০ গ্রামবাসী। রোগীদের উদ্ধার এবং খাবার দেওয়ার জন্য নামল স্পিডবোট।
পূর্ব বর্ধমানের ভাতার গ্রাম থেকে বাজার আসার রাস্তা জলমগ্ন।
এদিকে দুর্যোগের মধ্যে বঙ্গোপসাগরে ডুবল মাছধরার ট্রলার। ট্রলারটিতে ১৪ জন মৎস্যজীবী ছিলেন। পাশে থাকা অন্য ট্রলারের মৎস্যজীবীরা তাঁদের সবাইকে উদ্ধার করেন। প্রত্যেকেই সুস্থ আছেন বলে খবর।
জল ছাড়া হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে।
পাঞ্চেত ড্যাম থেকে ১ লাখ ১৪ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে।
কালনার রটন্তি কালীর মন্দির এলাকা জলমগ্ন। প্রায় বুক সমান জলে নেমে পুজো করছেন পুরোহিত।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.