আর চেয়ারকার নয়। এবার স্লিপার হতে চলেছে বন্দেভারত। রবিবার বন্দেভারত স্লিপার ক্লাস ট্রেনের প্রোটোটাইপের উদ্বোধন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
আগামী তিনমাসের মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হবে বলে জানালেন রেলমন্ত্রী।
রাতের সফরের জন্য চলবে এই ট্রেন। মোটামুটি ৮০০ কিলোমিটার থেকে ১২০০ কিলোমিটার দূরত্বের মধ্যে চলবে বন্দে ভারত স্লিপার ট্রেন।
হাওড়া-দিল্লি, হাওড়া-মুম্বই, হাওড়া-চেন্নাই, হাওড়া-সেকেন্দ্রাবাদ, হাওড়া-বেঙ্গালুরুর মতো রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন চলতে পারে। তবে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে এই ট্রেন চলবে না।
মন্ত্রী জানিয়েছেন, বন্দে ভারত স্লিপার মধ্যবিত্তদের ট্রেন হবে। রাজধানী এক্সপ্রেসের মানদণ্ড রেখে ভাড়া নির্ধারণ করা হবে।
স্টেনলেস স্টিল দিয়ে তৈরি হবে সিট। এসি ফার্স্ট ক্লাসে থাকবে গরম জলের স্নানের ব্যবস্থা।
প্রতি সিটের সঙ্গে থাকবে ইউএসবি চার্জিং পয়েন্ট, ইন্টিগ্রেটেড রিডিং লাইটের ব্যবস্থা। থাকবে বড়সড় লাগেজ রুমও।
স্লিপার ক্লাস বন্দেভারতে অত্যাধুনিক সুবিধাযুক্ত মোট ১৬টি কামরায় ৮২৩টি স্লিপার বাঙ্ক। তথ্য: সোমনাথ রায়।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.