Advertisement
Advertisement

Breaking News

Urvashi Rautela

জন্মদিনে হানি সিংয়ের দেওয়া ২৪ ক্যারেট সোনার কেক কাটলেন উর্বশী রাওতেলা, প্রেম করছেন?

পন্থ অতীত! হানি সিংয়ের প্রেমে মজে উর্বশী?

রবিবার ৩০ বছরে পা রাখলেন উর্বশী রাওতেলা। আর সেই প্রেক্ষিতেই মডেল অভিনেত্রীর বার্থডে পার্টিতে বড় চমক!

ব়্যাপার হানি সিংকে পাশে নিয়েই ২৪ ক্যারেট সোনার কেক কাটলেন উর্বশী রাওতেলা। কোথায় হয়েছে এমন আয়োজন?

'লাভ ডোজ ২'-এর সেটে। যেখানে হানি সিংকে ধন্যবাদ জানিয়ে একটা জম্পেশ পোস্ট করেছেন উর্বশী রাওতেলা।

মডেল-অভিনেত্রী নিজেই সেই সোনায় মোড়া জন্মদিন সেলিব্রেশনের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। উর্বশীর পরনে লাল গাউন।

সামনেই টেবিলে রাখা থ্রি টায়ার সোনায় মোড়া কেক। যে বিশেষ উপহার তাঁকে দিয়েছেন হানি সিং। খাইয়েও দিলেন বার্থডে গার্ল উর্বশীকে। সেই ছবি দেখেই হানি সিংয়ের সঙ্গে তাঁর প্রেমের জল্পনা তুঙ্গে! (ছবি: ইনস্টাগ্রাম)