Advertisement
Advertisement
Qatar World Cup

ম্যাসকটের পরিচয় নেই, থিম সংয়ে প্রথম ভারতীয় মুখ নোরা, দেখে নিন বিশ্বকাপের সাতকাহন

ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন মহিলা রেফারিরা।

শীতাতপনিয়ন্ত্রিত স্টেডিয়াম: মরু-দেশে বিশ্বকাপ। তবে স্টেডিয়ামে দর্শকদের গায়ে তার আঁচ লাগতে দিতে নারাজ আয়োজকরা। তাই ৮টির মধ্যে ৭ স্টেডিয়ামেই থাকছে এয়ার-কুলিং প্রযুক্তি। তবে এই সিদ্ধান্তে অখুশি পরিবেশকর্মীরা। তাঁদের বক্তব্য, এমনিতেই বিশ্বকাপ উপলক্ষে প্রতিদিন অন্তত ১৫০ বিমান অতিরিক্ত চলবে। তার উপর স্টেডিয়ামের এয়ার-কুলিংয়ে পরিবেশের ক্ষতি হবে।

ম্যাচের মাঝে সাক্ষাৎকার: কাতারে ম্যাচের মাঝে বিরতিতেই সাক্ষাৎকার দিতে দেখা যেতে পারে দিদিয়ের দেশঁ বা লিওনেল স্কালোনিকে। কারণ এবার বিশ্বকাপে ম্যাচের মাঝেই কোচদের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে।

বিশ্বকাপের বল: এবারের বিশ্বকাপ খেলা হবে অ্যাডিডাসের আল রিহলা বলে। কাতারের জাতীয় পতাকা, সংস্কৃতি, স্থাপত্যের কথা মাথায় রেখে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই বল বানানো হয়েছে। ফিফার দাবি, বিশ্বকাপের ইতিহাসে এটাই সবচেয়ে গতিশীল বল। তবে এক যুগ আগে জাবুলানি নিয়েও এমন কথা শোনা গিয়েছিল ফিফার তরফে। ফলে এই বল কেমন আচরণ করবে মাঠে, তা নিয়ে সন্দেহ থাকছে।

রোবট অ্যাসিস্ট্যান্ট: শুধুমাত্র ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তিই নয়, রেফারির সিদ্ধান্ত আরও নিখুঁত করতে রোবটের সাহায্য নেওয়া হবে কাতার বিশ্বকাপে। এজন্য স্টেডিয়ামে এক ডজন ক্যামেরা থাকছে যেগুলি ফুটবলারদের প্রতিটি নড়াচড়ার উপর নজর রাখবে। সঙ্গে বলে যোগ করা হয়েছে বিশেষ সেন্সর। অফসাইড দেখার জন্য এই ক্যামেরা ও সেন্সর থেকে পাওয়া তথ্য রোবটের সাহায্যে বিশ্লেষণ করে একটি থ্রি-ডি মডেল তৈরি করা হবে।

মহিলা রেফারি: বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার কোনও মহিলার উপর থাকতে চলেছে ম্যাচ পরিচালনার দায়িত্ব। একজন নয়, কাতারে ম্যাচ খেলাবেন তিন-তিনজন মহিলা রেফারি। তাঁরা হলেন জাপানের ইয়ামাশিতা ইওশিমি, রোয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা এবং ফ্রান্সের স্টেফানি ফ্রাপার্ট।

পরিচয়হীন ম‌্যাসকট: এবারের বিশ্বকাপে ম্যাসকট লা’ইব। স্থানীয় ভাষায় যার অর্থ, ‘সুপার-স্কিলড প্লেয়ার’। তবে কাতারের ডেলিভারি ও লেগাসির সুপ্রিম কমিটি এবারের ম্যাসকটের কোনও নির্দিষ্ট পরিচয় ঠিক করেনি। বরং তাদের দাবি, একজন ফুটবলপ্রেমী নিজের মতো করে লা’ইবের মানে বের করে নিতে পারেন। যা দেখে মানবাধিকার আন্দোলনের সমর্থককূলের খোঁচা, লা’ইব আদতে কাতারে প্রাণ হারানো পরিযায়ী শ্রমিকদের অতৃপ্ত আত্মা।

একাধিক অফিশিয়াল সং: আগের থেকে অনেকটাই আলাদা হতে চলেছে কাতার বিশ্বকাপ। অফিশিয়াল সংয়ের দিক থেকেও একথা বলা যায়। এবার একটা নয়, একাধিক গানকে অফিশিয়াল সংয়ের মর্যাদা দেওয়া হয়েছে। এরমধ্যে একটি গান ‘হাইয়া হাইয়া’ এবং অন্যটি ‘লাইট দ্য স্কাই’।