Advertisement
Advertisement

না ফেরার দেশে ‘মা’, ঘরজুড়ে ঐন্দ্রিলাকে খুঁজে বেড়াচ্ছে অভিনেত্রীর দুই ‘সন্তান’ তোজো-বোজো

কলিং বেলের শব্দ পেলেই দরজায় ছুটছে দুই চারপেয়ে।

ঐন্দ্রিলার সর্বক্ষণের সঙ্গী ছিল বোজো আর তোজো। গত ২১ দিন ধরে মনমরা দুই চারপেয়ে। দিনভর সর্বত্র খুঁজে চলেছে মাকে। কলিং বেলের শব্দ শুনলেই ছুটে যাচ্ছে দরজায়। ছবি-ফেসবুক।

দুটি পাগ ছিল ঐন্দ্রিলার 'সন্তান'। ২০ দিন আগে অর্থাৎ ১ নভেম্বর অভিনেত্রী হাসপাতালে ভরতি হওয়ার পর থেকেই খাওয়া দাওয়া ছেড়েছে দুজন। রীতিমতো জোর করে খাওয়াতে হচ্ছে তাদের। ছবি-ফেসবুক।

মুখে বলতে পারে না ঠিকই, তবে হাবভাবে ঐন্দ্রিলার এই দুই চারপেয়ে সন্তান বুঝিয়ে দিচ্ছে তারা মাকে মিস করছে। মায়ের জন্য মন কাঁদছে তাদের। ছবি-ফেসবুক।

রবিবার বিকেলে যখন শেষবারের জন্য ঐন্দ্রিলার নিথর দেহ আনা হয়েছিল কুঁদঘাটের বাড়িতে তখনও তোজো, বোজোকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে। অভিনেত্রীর মা নিজে দুই চারপেয়েকে তুলে দিয়েছিলেন মেয়ের পাশে। নিজেদের মতো করে ঐন্দ্রিলাকে ডেকেছিল তারা। কিন্তু তোজো-বোজোর ডাকে সারা দেননি অভিনেত্রী। ছবি-ফেসবুক।

এখনও গোটা ঘর জুড়ে মাকে খুঁজে চলেছে বোজো-তোজো। কিন্তু বুঝতে পারছে না যে, আর কখনই তাদের কাছে এসে আদর করবে না মা। ছবি-ফেসবুক।

মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রিয় পোষ্যদের সঙ্গে ছবি শেয়ার করতেন ঐন্দ্রিলা। সব্যসাচীর সঙ্গেও বেশ বন্ধুত্ব ছিল বোজো-তোজোর। ছবি-ফেসবুক।

দুবার ক্যানসার জয় করলেও শেষ রক্ষা হল না। ব্রেন স্ট্রোক হওয়ায় ১ নভেম্বর হাসপাতালে ভরতি করা হয় ঐন্দ্রিলাকে। রবিবার মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেত্রী। ছবি-ফেসবুক।