Advertisement
Advertisement

Breaking News

আজীবন জনসেবার স্বীকৃতি, হাওড়া রত্ন সম্মানে ভূষিত মোহনবাগান সভাপতি টুটু বোস

টুটু বোসকে বিশেষ সম্মান জানান রাজ্যের মন্ত্রী অরূপ রায়।

বাঙালি শিল্পপতিদের মধ্যে অগ্রণী স্বপনসাধন বোস। জাহাজ, সংবাদমাধ্যম-সহ একাধিক ব্যবসায় তিনি সাফল্য অর্জন করেছেন।

ফুটবলঅন্ত প্রাণ টুটুবাবু দীর্ঘদিন ধরে যুক্ত মোহনবাগান ক্লাবের সঙ্গে। বর্তমানে তিনি এই ক্লাবের সভাপতি।

ফুটবল-ব্যবসার জনসেবার সঙ্গেও দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন টুটুবাবু। সেই অবদানকেই এবার সম্মান জানাল হাওড়ার একটি সংগঠন 'আমরা হাওড়া '।

স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় মোহনবাগান সভাপতিকে। এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়।

টুটু বোসের হাতে হাওড়া রত্ন সম্মান তুলে দেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়।