Advertisement
Advertisement

Breaking News

Trinamool Congress

সবুজে সবুজ! মাদারিহাটে ইতিহাস তৃণমূলের, সহজ জয় বাকি পাঁচ কেন্দ্রেও

ছয়ে ছয়, উপনির্বাচনে বাজিমাত তৃণমূল কংগ্রেসের। সবুজ আবিরের খেলায় মাতলেন কর্মী-সমর্থকরা। রইল নানা মুহূর্তের ছবি।

ছয়ে ছয়! বিধানসভা উপনির্বাচনে ছটি আসনেই জয় পেয়েছেন তৃণমূল প্রার্থীরা। প্রথমবার মাদারিহাট বিধানসভা বিরোধীদের থেকে ছিনিয়ে এনেছে ঘাসফুল শিবির। গণনা শুরু হতেই স্পষ্ট হয়ে যায় জিততে চলেছে তৃণমূল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ইঙ্গিতই বাস্তব রূপ পেয়েছে। জয়ের আনন্দে সবুজ আবির খেলায় মেতেছেন কর্মী-সমর্থকরা।

সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, হাড়োয়া, নৈহাটি- এই ৬টি বিধানসভায় উপনির্বাচন হয় ১৩ নভেম্বর। আজ জনতার রায়ে ধুয়ে মুছে সাফ বিরোধী দলগুলো। বিজেপির 'সবেধন নীলমণি' মাদারিহাট বিধানসভাও হাতছাড়া হয়েছে।

আগেই লোকসভা নির্বাচনে নিশীথ গড়ে ফাটল ধরিয়েছিল তৃণমূল। এবার জেলার সিতাই বিধানসভায় ১ লক্ষ ৩০ হাজার ১৫৬ ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়।

রাজ্য রাজনীতিতে ছাপ রেখে গেল মাদারিহাট বিধানসভা উপনির্বাচন। প্রথমবার এই বিধানসভা দখল করল তৃণমূল। তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো ৭৯ হাজার ১৮৬টি ভোট পেয়েছেন। তাঁর জয়ের ব্যবধান ২৮ হাজার ১৬৮। বিজেপি প্রার্থী রাহুল লোহার পেয়েছেন ৫১,০১৮টি ভোট। দীর্ঘদিন ক্ষমতায় থাকা আরএসপি প্রার্থী নোটার থেকেও কম ভোট পেয়েছেন।

বাঁকুড়ার তালড্যাংরা বিধানসভাতেও সহজে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। ৩৪, ০৮২ ভোটে জয়ী তালড্যাংরা বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু। জয়ের খবর পেতেই উচ্ছ্বাসে মেতেছেন কর্মী-সমর্থকরা।

মেদিনীপুর বিধানসভায় নিজেদের প্রভাব বজায় রেখেছে তৃণমূল। বিশাল ব্যবধানে জয় পেয়েছেন তৃণমূলের সুজয় হাজারা। জয়ের খবর আসতেই প্রার্থীকে নিয়ে বিজয় উৎসবে মেতে ওঠেন সর্মথকরা।

হাড়োয়া বিধানসভাতেও জয়ী তৃণমূল। শেখ রবিউল ইসলামের জয়ের ব্যবধান ১ লক্ষ ৩১ হাজারের বেশি। আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলামকে হারিয়ে ফের ঘাসফুল ফোটালেন তিনি।

ভোটের দিন নৈহাটি বিধানসভার পাশের কেন্দ্র ভাটপাড়ায় খুন হন এক তৃণমূল নেতা। তার সরাসরি প্রভাব না পড়লেও ছয়টি কেন্দ্রের মধ্যে নৈহাটিতে সব থেকে কম ভোট পড়ে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি মতোই বিশাল ব্যবধানে জিতেছেন তৃণমূল প্রার্থী সনৎ দে।