Advertisement
Advertisement

Breaking News

Tram

নস্ট্যালজিয়া গায়ে মেখে শহরজুড়ে ট্রাম প্যারেড, ছবিতে জেনে নিন অতীতের গল্প

কিন্তু ট্রামের অস্তিত্ব আর কতদিন? প্রশ্ন চালকদেরই।

রবিবার সকালে অন্যরকম ছবির সাক্ষী থাকল তিলোত্তমা কলকাতা। কলকাতার ট্রামের সার্ধ শতবর্ষ উপলক্ষে ট্রাম প‌্যারেড চলছে শহরে।

২০২৫ সালে ট্রাম চালকদের সিংহভাগই কর্মজীবন শেষ হবে। তার আগে কলকাতার ট্রামের ১৫০ বছর উদযাপন করলেন তাঁরা।

এদিন দক্ষিণ কলকাতার গড়িয়াহাট থেকে মধ্য কলকাতা ধর্মতলা হয়ে শ্যামবাজার সেলিব্রেট করতে দলবেঁধে তাঁরা বেরিয়েছিলেন রবিবার সকালে।

এদিনের ট্রাম প্যারেডে অংশ নিয়ে ট্রাম চালকদের বক্তব্য, "নতুন প্রজন্ম ট্রাম চালাতে আগ্রহ দেখাচ্ছে না। এখনই কমে গেছে ট্রামের সংখ্যা। আমরা চলে যাওয়ার পর কে চালাবে ট্রাম!"

পুরনো জলের গাড়ি (ট্রাম) থেকে আধুনিক এক কামরার এসি ট্রাম। দেড়শো বছরের ট্রামের বিবর্তনটাকেই এদিন তুলে ধরা হয়।

গড়িয়াহাট থেকে এসপ্ল‌্যানেড পর্যন্ত এই ট্রাম প‌্যারেডের আয়োজন করা হয়েছে ‘ট্রাম যাত্রা’ নামে ট্রামপ্রেমী সংগঠনের পক্ষ থেকে।

সাত-আটটি ট্রাম ঘুরছে। আয়োজনে সহযোগিতা করেছে পরিবহণ দপ্তরও।

১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি কলকাতায় প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু হয়। শুক্রবার ছিল তার জন্মদিন।

এই ট্রামের সঙ্গেই জড়িয়ে আছে কলকাতার আবেগ, শহরের ভালবাসা। ঠিক যেন চলমান নস্ট‌্যালজিয়া।