অবসর পেলেই ব্যাগপত্তর গুছিয়ে বেরিয়ে পড়েন দেব-রুক্মিণী। ভোট মিটতেই পুজোর আগে বিদেশের মরুশহরে গিয়েছিলেন তাঁরা। এবার পুজোর ব্যস্ততা কাটতেই আবারও ইউরোপ ট্যুরে টলিপাড়ার তারকাজুটি।
'টেক্কা' যখন প্রেক্ষাগৃহে সফলভাবে চলছে, তখন দেব-রুক্মিণী ডুবে একে-অপরের সান্নিধ্যে। কখনও লেকের পাশে পড়ন্ত বিকেলে ছুঁয়ে ক্যামেরায় পোজ দিচ্ছেন তো কখনও বা আবার জঙ্গল-ঝরণার সামনে একে-অপরের ছবি তুলে দিচ্ছেন।
আগস্টে মধ্যপ্রাচ্য ট্যুরের ঘোর কাটিয়ে এবার কোথায় গেলেন তাঁরা? দেব-রুক্মিণীর সোশাল মিডিয়ায় সুন্দর লোকেশনে একের পর এক ছবি দেখে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে!
তবে দেব-রুক্মিণীর ট্যুর ডেস্টিনেশন এক হলেও যুগলে কিন্তু একফ্রেমে ধরা দেননি! যে ধরণার সামনে দাঁড়িয়ে দেব দু বাহু প্রসারিত করে কিং খান পোজে ছবি তুলেছেন, ওই একই জায়গায় আবার রুক্মিণীকে দেখা গেল খুনসুঁটি মুডে।
জানা গিয়েছে, এবার দেব-রুক্মিণীর ট্যুর ডেস্টিনেশন ক্রোয়েশিয়া। দুজনেই আসলে বেড়াতে ভীষণ পছন্দ করেন। তাই তো কখনও সিনেমার কাজ সেরে আবার কখনও ব্যস্ত শিডিউল তেকে ব্রেক নিতে তাঁরা বেরিয়ে পড়েন ভ্রমণে।
তবে টলিউডের তারকাজুটির ছবি দেখে অনুরাগীদের মুখে একটাই কথা- 'রুক্মিণী মৈত্র দারুণ ফটোগ্রাফার।'
টলিউড সুপারস্টার দেবের ছবি মানেই ক্যাপশনে একটাই শব্দ- 'এমনি'। তাঁর সোশাল মিডিয়ায় ছবির সঙ্গে থাকে একটাই ক্যাপশন। দেবের সমস্ত ছবির অ্যাঙ্গেল, ফ্রেম পরখ করে অভিনেত্রীর ফটোগ্রাফির প্রশংসায় পঞ্চমুখ তাঁরা।
আর এই 'এমনি, এমনি' বলেই ছক্কা হাঁকাচ্ছেন 'হ্যান্ডসাম হাঙ্ক' দেব। সুপারস্টারের 'সিক্রেট ট্যুরে'র ছবি দেখে প্রায় 'পাগলপ্রেমী'র মতো অবস্থা তরুণীদের।
ঝরণার সামনে আবার রং মিলান্তি পোশাকেও দেখা গেল দেব-রুক্মিণীকে। তবে একসঙ্গে নয়! আলাদা ফ্রেমে। তা দেখেই অনুরাগীদের দাবি, 'কবে একফ্রেমে ধরা দেবেন ঘুরতে গিয়ে?'
দেব-রুক্মিণীর ট্যুরের আপাতত নেটপাড়ার চর্চায়। (ছবি : ইনস্টাগ্রাম)
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.