Advertisement
Advertisement

Breaking News

Bhai phota

যমের দুয়ারে পড়ল কাঁটা… কেমন হল টলি তারকাদের ভাইফোঁটা? দেখুন অ্যালবাম

রবিবার সকাল থেকে টলিউড তারকারাও তুমুল ব্যস্ততার মধ্যে দিয়ে পালন করলেন ভাইফোঁটা।

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। রবিবার সকাল থেকে টলিউড তারকারাও তুমুল ব্যস্ততার মধ্যে দিয়ে পালন করলেন ভাইফোঁটা। ভাইয়ের দীর্ঘায়ু, কল্যাণ কামনায় কোয়েল মল্লিক মাতলেন উৎসবে।

প্রতিবারে থেকে এবার অপরাজিতা আঢ্যর ভাইফোঁটা একটু আলাদা। খুবই ছিমছামভাবে ভাইয়ের আপায়্য়ণ করলেন অভিনেত্রী।

ভাইফোঁটায় মাতলেন জীতু কমল।

ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিলেন দর্শনা বণিক।

প্রতিবারের মতো এবারও ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়কে ফোঁটা দিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত।

সারাদিন শুধু খুনসুটি আর ঝগড়াঝাটি। আবার একসঙ্গে না থাকলেও চলে না। আজ ভাইবোনেদের দিন। প্রত্যেক বছরের মতো এবারও তৈরি ছিলেন বিক্রম চট্টোপাধ্যায়। বোনের হাতে ফোঁটা তো নিলেন, খেলেন বিশেষ পদ।

ভাইবোনদের নিয়ে জমজমাট তৃণা সাহার ভাইফোঁটা।