"সুস্থ কাটুক আগামী সময়, তাড়াতাড়ি সুস্থ হোক পৃথিবী", এই কামনা করেই ইদ ও অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
দেশের করোনা মোকাবিলায় পোল্যান্ড থেকে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর আনাচ্ছেন বিগ বি অমিতাভ বচ্চন। ব্লগে সেকথা জানানোর পাশাপাশি ইদের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
ইদ এবং অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্তও। উৎসবের আবহেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী।
খুশির এই ইদ সকলের জীবনে আনন্দ এবং খুশি নিয়ে আসুক। এই কামনাই করেছেন বাংলাদেশের তারকা জয়া আহসান।
২০১৯ সালে মুক্তি পাওয়া 'শেষ থেকে শুরু' ছবিতে জিৎ ও কোয়েল মল্লিকের সঙ্গে অভিনয় করেছিলেন ঋতাভরী চক্রবর্তী। জিতের সঙ্গে এই ছবিটি পোস্ট করে ইদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
ভিডিও পোস্ট করে সকলকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। তার আগে পরিবারের সঙ্গে শেষ ইফতারের এই ছবিটি শেয়ার করেছিলেন তিনি।
কিছুদিন আগেই দ্বিতীয় বিয়ে করেছেন। অন্তঃসত্ত্বা হওয়ার কথাও জানিয়েছেন দিয়া মির্জা। চাঁদের ছবি পোস্ট করে ইদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
বিশেষ এই ছবিটি পোস্ট করেই ইদের শুভেচ্ছা জানিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। পাশাপাশি করোনা আক্রান্ত এবং তাঁর পরিবার-পরিজনদের জন্য প্রার্থনা করেছেন অভিনেতা।
অনুরাগীদের ইদের প্রার্থনায় তাঁর নামও রাখার অনুরোধ জানিয়েছেন সুস্মিতা সেন। পাশাপাশি সকলের মঙ্গল কামনা করেছেন তিনি।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.